বুধবার,

২৩ এপ্রিল ২০২৫,

৯ বৈশাখ ১৪৩২

বুধবার,

২৩ এপ্রিল ২০২৫,

৯ বৈশাখ ১৪৩২

Radio Today News

কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৮, ২২ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:১৭, ২২ এপ্রিল ২০২৫

Google News
কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় নিহত ২৬

ভরতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। আহতদের সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে সরিয়ে নেয়া হচ্ছে। 

বন্দুক হামলার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন এবং যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন। মোদির নির্দেশ পাওয়ার পরই শ্রীনগর ত্যাগ করেছেন অমিত শাহ। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামের বাইসারান ভ্যালিতে গুলির শব্দ শোনা গেছে। ওই স্থানে পায়ে হেঁটে অথবা ঘোড়ার চড়ে পৌঁছানো যায়। বন্দুকধারী ছদ্মবেশে সেখানে আগে থেকেই ওঁৎ পেতে ছিল বলে ধারণা করা হচ্ছে এবং এটি একটি পরিকল্পিত হামলা হতে পারে। 

একটি সূত্র জানিয়েছে, বন্দুক হামলার পর অমিত শাহ তার দিল্লির বাসভবনে জরুরি বৈঠক ডেকেছেন। তিনি গোয়েন্দা ব্যুরো প্রধান তপন ডেকা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের সঙ্গে বৈঠক করছেন।

এছাড়া বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিআরপিএফ প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান নালিন প্রভাতণ্ডসহ সেনাবাহিনীর একাধিক অফিসার উপস্থিত ছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবুল্লাহ এবং লেফটেন্যান্ট গভর্নর মোনজ সিং। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের