শনিবার,

১৯ এপ্রিল ২০২৫,

৬ বৈশাখ ১৪৩২

শনিবার,

১৯ এপ্রিল ২০২৫,

৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

মোদি-মাস্কের ফোনালাপ, কী কথা হলো?

প্রকাশিত: ১৬:০৪, ১৮ এপ্রিল ২০২৫

Google News
মোদি-মাস্কের ফোনালাপ, কী কথা হলো?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র, শীর্ষ ধনকুবের ও টেসলা এবং স্পেসএক্স-এর সিইও ইলন মাস্কের ফোনালাপ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে উদ্ভাবন এবং প্রযুক্তিগত সম্পর্ক আরও জোরদার করতেই তাদের কথা হয়েছে। ইলন মাস্কের সঙ্গে কথোপকথনের পর এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন মোদি।   

তিনি লিখেছেন, ইলন মাস্কের সঙ্গে কথা বললাম। অনেকগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ওয়াশিংটন ডিসি'তে চলতি বছরের শুরুতে তার সঙ্গে হওয়া সাক্ষাতে যেসব প্রসঙ্গ উঠেছিল, সেগুলো নিয়েও আলোচনা হলো। প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে ভারতে বিস্তর সুযোগ রয়েছে, সে কথাও জানিয়েছি তাকে। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য ভারত আগ্রহী।

এর আগে চলতি বছরের শুরুর দিকে ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে মোদির সঙ্গে সাক্ষাৎ করেন ইলন মাস্ক। চীনের সঙ্গে যখন যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ তুঙ্গে তখন মোদির সঙ্গে কথা হলো ইলন মাস্কের। 

এদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আগামী সপ্তাহে ২১ এপ্রিল ভারত সফরে আসছেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। মোদির সঙ্গে বৈঠকে অর্থনীতি, বাণিজ্য ও ভূ-রাজনীতি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যান্সের সফরের প্রথম দিন ২১ এপ্রিল অর্থনৈতিক, বাণিজ্য ও ভূ-রাজনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই সফর উভয় পক্ষকে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করার সুযোগ দেবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের