
চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এ বছর তাঁর প্রথম বিদেশ সফর শুরু করেছেন, যার আওতায় তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ—ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া—পরিদর্শন করবেন। সফরের লক্ষ্য হচ্ছে, চীনের নিকটবর্তী প্রতিবেশীদের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।
চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়ার বরাতে জানা যায়, সি ১৪ থেকে ১৫ এপ্রিল ভিয়েতনাম ও মালয়েশিয়া সফর করবেন এবং এরপর ১৫ থেকে ১৮ এপ্রিল কম্বোডিয়া যাবেন। এ সফরের মাধ্যমে তিনি পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধির প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে চীন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠন ও শক্তিশালীকরণে আগ্রহী। বিশেষ করে যুক্তরাষ্ট্রের আগের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ১৪৫ শতাংশ শুল্ক আরোপের পর থেকে বেইজিং এ ধরনের কূটনৈতিক প্রচেষ্টা বাড়িয়েছে।
শি জিন পিংয়ের জন্য এই সফরটি কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তিনি সর্বশেষ ৯ বছর আগে কম্বোডিয়া এবং ১২ বছর আগে মালয়েশিয়া সফর করেছিলেন। ফলে এ সফর তাঁর ব্যক্তিগত কূটনৈতিক উদ্যোগের একটি বড় অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম