
কলকাতায় অবরোধ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে ওয়াকফ আইন ‘ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিশিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট’ এর বিরুদ্ধে। আইন প্রত্যাহারের দাবি জানিয়ে প্রতিবাদের পাশাপাশি কলকাতার রাজপথ অবরোধ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
বিক্ষোভ সমাবেশ থেকে মুসলিম নেতাদের স্পষ্ট বক্তব্য আমরা এই আইন মানি না, এই আইন মুসলিম বিরোধী। এই আইনে আমাদের মসজিদ কবরস্থান দরগা নিয়ে নেওয়া হবে। শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজের পরই কলকাতার ধর্মতলার টিপু সুলতান মসজিদ ও জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদের পক্ষ থেকে ধর্মতলায় সড়ক অবরোধ করা হয়।
ওই অবরোধ থেকেই হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে লাগাতার স্লোগান চলতে থাকে। একসময় দেশটির প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা।
সমাবেশের জেরে প্রায় অচল হয়ে পড়ে মহানগরী কলকাতার ব্যস্ততম এলাকাগুলো। বৃহস্পতিবার প্রথম প্রহর থেকেই পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, মা ফ্লাইওভার ও এজেসি বোস রোডে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। বিশেষ করে ধর্মতলা চত্বর থেকে রামলীলা ময়দান পর্যন্ত বিশাল মিছিল ও লোকজনের ব্যাপক উপস্থিতির কারণে শহরের কেন্দ্রস্থল একপ্রকার স্থবির হয়ে যায়।
প্রতিবাদকারীদের দাবি, নতুন ওয়াকফ আইন সংখ্যালঘুদের সম্পত্তি অধিকার খর্ব করবে এবং এতে মুসলিমদের বহু প্রতিষ্ঠান ও সম্পদ চরম হুমকির মুখে পড়বে। এই আশঙ্কা থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষ মিছিল করে জড়ো হন সমাবেশস্থলে।