রোববার,

১৩ এপ্রিল ২০২৫,

২৯ চৈত্র ১৪৩১

রোববার,

১৩ এপ্রিল ২০২৫,

২৯ চৈত্র ১৪৩১

Radio Today News

ইসরায়েলি উগ্র ডানপন্থী মন্ত্রীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ নিজ মেয়ের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৭, ১০ এপ্রিল ২০২৫

আপডেট: ২১:০৯, ১০ এপ্রিল ২০২৫

Google News
ইসরায়েলি উগ্র ডানপন্থী মন্ত্রীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ নিজ মেয়ের

ইসরায়েলের উগ্র ডানপন্থী বসতি স্থাপন ও জাতীয় মিশন মন্ত্রী ওরিট স্ট্রুকের বিরুদ্ধে তার মেয়ে শোশানা স্ট্রুক ভয়ংকর অভিযোগ তুলেছেন। বাবা-মা ও এক ভাইয়ের বিরুদ্ধে তিনি যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন।

টিআরটি গ্লোবাল জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক বিবৃতিতে শোশানা অভিযোগগুলো করেছেন। তিনি ইতালিতে এ সংশ্লিষ্ট একটি আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছেন এবং ন্যায়বিচার চেয়েছেন।

শোশানা লিখেছেন, দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা, চরম মানসিক অবস্থা এবং অনেক অপরাধবোধের পর অবশেষে আমি মুখ খুললাম। আমি জানাতে চাই, আমি আমার বাবা-মা এবং আমার এক ভাইের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছি।

তিনি আরও দাবি করেছেন, তার বাবা-মা তার তিন ছোট ভাইকেও শারীরিকভাবে ক্ষতি করেছেন। তিনি বলেন, স্মৃতিগুলো বেদনাদায়ক, কিন্তু আমার ন্যায়বিচার দরকার।

ইসরায়েলি উগ্র জাতীয়তাবাদী ওরিট স্ট্রুক মিথ্যা কথা বলা এবং অপ্রমাণিত দাবি ছড়িয়ে দেওয়ার জন্য পরিচিত। তিনি ৭ অক্টোবরের হামলার সময় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের নামে যৌন নিপীড়নের অভিযোগ আনেন। এখন তার বিরুদ্ধে তার নিজের সন্তানতাই যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে টিআরটি জানিয়েছে, মন্ত্রীর মেয়ে শোশানা সম্পর্কে খুব কমই জানা যায়। কেন তিনি মামলা দায়ের করতে ইতালিকে বেছে নিলেন, তাও স্পষ্ট নয়।

স্ট্রুক পরিবার এর আগেও নানা বিষয়ে আলোচনায় ছিল। ২০০৭ সালে ওরিট স্ট্রুকের ছেলে জভিকি স্ট্রুকের বিরুদ্ধে একজন ফিলিস্তিনি নাবালককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল।

ওরিট স্ট্রুক কে?

শোশানার মা ওরিট স্ট্রুক, হাঙ্গেরীয় একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন ইহুদি ধর্মগুরুর ছাত্র আব্রাহাম স্ট্রুককে বিয়ে করেন।

এই দম্পতি ফিলিস্তিনি ভূমিতে অবৈধ বসবাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের প্রথম আবাসস্থল ছিল সিনাই উপদ্বীপের ইয়ামিত বসতিতে। তবে ১৯৭৯ সালে মিশরের সঙ্গে শান্তি চুক্তির অধীনে সিনাই থেকে সরিয়ে দেওয়ার পর স্ট্রুক পরিবার আবার হেবরনে ফিরে যায় এবং অবৈধভাবে বসতি স্থাপন করে।

দীর্ঘদিন ধরে ইসরায়েলি দখলদারদের বসতি স্থাপনকারী আন্দোলনে সক্রিয় থাকা অরিট স্ট্রুক হেবরনে ইহুদি বসতি স্থাপনের একজন প্রথম সারির নেতা হিসেবে পরিচিতি পান। তিনি একটি এনজিও প্রতিষ্ঠা করেন, যা ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকে সমর্থন করে। ২০১৩ সাল থেকে তিনি হেবরনের আভ্রাহাম আভিনু বসতিতে বসবাস করে আসছেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের