সোমবার,

০৭ এপ্রিল ২০২৫,

২৪ চৈত্র ১৪৩১

সোমবার,

০৭ এপ্রিল ২০২৫,

২৪ চৈত্র ১৪৩১

Radio Today News

গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা, ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তদন্ত চলছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৪, ৭ এপ্রিল ২০২৫

Google News
গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা, ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তদন্ত চলছে

গাজা উপত্যকা থেকে ছোড়া প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে বলে স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী, ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা সম্ভব হয়েছে। এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলি দৈনিক হারেৎজ-এর বরাতে আল জাজিরা আরও জানায়, ছোড়া ক্ষেপণাস্ত্রের কিছু টুকরো আশকেলন এবং গ্যান ইয়াভনে এসে পড়ে। এতে বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত তিনজন সামান্য আহত হন। বিস্ফোরণের ব্যাপকতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনো তদন্ত চলছে।

এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক হামলা অব্যাহত রয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে পূর্ণ অবরোধে থাকা এই উপত্যকায় মানবিক পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে — এমন বর্ণনা করছেন অনেকেই।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের ভেতরে ঢুকে অতর্কিত হামলা চালায়। সেই হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপরই ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে।

আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু করে ১৫ মাসের বেশি সময় ধরে অব্যাহত অভিযান চালায়। এ পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৫০ হাজার ৬০৯ জন এবং আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬৩ জন মানুষ। হতাহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।

যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে পড়ে চলতি বছরের ১৯ জানুয়ারি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তবে সেই বিরতির দুই মাস পূর্ণ হওয়ার আগেই, ১৮ মার্চ থেকে আবারও সামরিক অভিযান শুরু করে আইডিএফ। এই দ্বিতীয় দফার অভিযানে গত ১৫ দিনেই নিহত হয়েছেন আরও এক হাজারের বেশি ফিলিস্তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের