
দেশটির উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরে কালো ব্যাজ পরে ওয়াকফ বিলের প্রতিবাদ করায় ২৪ জনকে দুই লাখ টাকা করে জরিমানা করেছে প্রশাসন।
শনিবার মুজাফ্ফরনগর নগর পুলিশ সুপার সত্যনারায়ণ প্রজাপত জানান, সিসিটিভি ফুটেজের মাধ্যমে ২৪ জনকে চিহ্নিত করা হয়েছে, এরপর তাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়।
এদিকে ওয়াকফ বিলের প্রতিবাদে শুক্রবারও বিক্ষোভে উত্তাল ছিল কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদসহ ভারতের বিভিন্ন শহর।
অসংখ্য মানুষ হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। তাদের হাতে নানা ধরনের প্ল্যাকার্ডও দেখা গেছে। তাতে লেখা ছিল, ‘আমরা ওয়াকফ সংশোধনী মানছি না’, ‘ওয়াকফ বিল প্রত্যাহার করুন’।
এদিন কলকাতায় প্রতিবাদের বহর ছিল অনেক বড়। গুজরাটের আহমেদাবাদে এদিন ওয়াকফ সংশোধনীর বিরোধিতায় পথে নামেন মুসলমানরা।
চেন্নাইয়ে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিলের প্রতিবাদে রাজ্যব্যাপী প্রতিবাদের ডাক দেয় অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলাঙ্গ ভেত্তরি কাঝাগাম (টিভিকে)।