শনিবার,

০৫ এপ্রিল ২০২৫,

২২ চৈত্র ১৪৩১

শনিবার,

০৫ এপ্রিল ২০২৫,

২২ চৈত্র ১৪৩১

Radio Today News

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল-ভারত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৪৬, ৫ এপ্রিল ২০২৫

Google News
ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল-ভারত

দক্ষিণ এশিয়ার দেশ নেপালে ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বলছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। স্থানীয় সময় শুক্রবার (০৪ এপ্রিল) রাত ৮টা ৭ মিনিটে ওই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম খবরহাব।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নেপালের এই ভূমিকম্পে দিল্লিসহ উত্তর ভারতের বিভিন্ন স্থানও কেঁপে উঠেছে।

তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পাইক।

এর আগে, গত শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল মায়ানমারে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.৭।

সেই ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত মিয়ানমারে মারা গেছেন ৩,০০০ জনেরও বেশি। প্রভাব পড়েছিল প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের