
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় বুধবার (বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টা) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ট্রাম্প বলেন, "বাণিজ্যের ক্ষেত্রে কখনো কখনো বন্ধুরা শত্রুর চেয়েও বেশি ক্ষতি করতে পারে।" তিনি উল্লেখ করেন, দক্ষিণ কোরিয়া ও জাপানে উৎপাদিত গাড়িগুলোর অধিকাংশই তাদের নিজ দেশে বিক্রি হয়, যেখানে যুক্তরাষ্ট্রের গাড়ি বিক্রির হার অত্যন্ত কম।
নতুন শুল্ক নীতির বিষয়ে ট্রাম্প বলেন, "যে কোনো দেশে তৈরি মোটরযানের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, এবং এটি আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে।" তিনি এই দিনটিকে যুক্তরাষ্ট্রের "অর্থনৈতিক স্বাধীনতা দিবস" হিসেবে আখ্যা দেন এবং বলেন, এটি আমেরিকান শিল্পের "পুনর্জন্ম" ও "আমেরিকাকে আবার সমৃদ্ধ করার দিন" হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
ট্রাম্প দাবি করেন, অন্যান্য দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপসহ নানা বাণিজ্য বাধা তৈরি করেছে, যা মার্কিন অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব চুরির অভিযোগও তোলেন।
এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গাড়ি শিল্পকে কতটা সহায়তা করবে এবং বৈশ্বিক বাণিজ্যে কী প্রভাব ফেলবে, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম