
কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ঈদের নামাজ পড়তে পারেননি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান। টানা তৃতীয়বারের মতো আদিয়ালা কারাগারে ঈদুল ফিতর কাটাচ্ছেন তিনি। এক প্রতিবেদনে পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।
গত ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি ইমরান খান। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস থেকে শুরু করে রাষ্ট্রীয় উপহার বিক্রি পর্যন্ত বিভিন্ন অভিযোগে শতাধিক মামলা রয়েছে।
কারাগারের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও, নিরাপত্তার কারণে ইমরান খান যোগ দিতে পারেননি। তার স্ত্রী বুশরা বিবিও কারাগারে বন্দি। নামাজের সময় তাকেও সেলেই রাখা হয়। তবে অন্যান্য বন্দি এবং জেল কর্মকর্তারা ঈদের জামাতে অংশ নেন।
জিও নিউজ বলছে, আদিয়ালা কারাগারের চারপাশে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিন দিনের একটি ‘বিশেষ নিরাপত্তা পরিকল্পনা’ বাস্তবায়ন করা হয়েছে।
জানা গেছে, আদিয়ালা কারাগারের দিকে যাওয়ার রাস্তায় ৮টি অতিরিক্ত নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে, যেখানে প্রায় ২০০ কর্মকর্তা ও কর্মী মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া কারাগারের বাইরে পিটিআই সমর্থকদের যেকোনো সম্ভাব্য বিক্ষোভ মোকাবিলায় কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে।
রেডিওটুডে নিউজ/আনাম