
ঈদুল ফিতরেও থেমে নেই ইসরায়েলের হামলা। গত দুই দিনে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩০৫ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলের হামলায় গাজায় ১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৫০ হাজার ৩৫০ ছাড়িয়েছে।
ঈদুল ফিতরের প্রথম দিনেই প্রাণ হারান ৫৩ জন ফিলিস্তিনি, আহত হন ১৮৯ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, চলতি বছরের ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের নতুন করে চালানো হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১,০০১ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ২,৩৫৯ জন।
গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের সামরিক অভিযানে নিহতের সংখ্যা ৫০ হাজার ৩৫৭ এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৪০০ জনে।
উল্লেখ্য, দীর্ঘ ১৫ মাসের সামরিক অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। প্রায় দুই মাস শান্তি বজায় থাকলেও সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফের বিমান হামলা শুরু করে ইসরায়েল।
রেডিওটুডে নিউজ/আনাম