মঙ্গলবার,

০১ এপ্রিল ২০২৫,

১৮ চৈত্র ১৪৩১

মঙ্গলবার,

০১ এপ্রিল ২০২৫,

১৮ চৈত্র ১৪৩১

Radio Today News

গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি ফিলিস্তিনি যোদ্ধারা 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২২, ৩০ মার্চ ২০২৫

Google News
গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি ফিলিস্তিনি যোদ্ধারা 

মিশর ও কাতারের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে হামাস। গোষ্ঠীটির শীর্ষ নেতা খালিল আল হায়া এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এর মধ্যেই গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে।

শনিবার (২৯ মার্চ) ইসরাইলি বাহিনীর সর্বশেষ হামলায় গাজার উত্তরের বেইত লাহিয়া ও দক্ষিণের খান ইউনিসে নারী ও শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া, রাফায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ও সিভিল ডিফেন্স সদস্যদের লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে হামাস।

এদিকে, পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তার জিনবা শহরে অভিযান চালিয়ে সম্পত্তি ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। তাম্মুন শহরে এক বাড়ি ঘিরে ফেলার খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। অন্যদিকে, ইসরাইলি বাহিনী দাবি করেছে, খান ইউনিসে তাদের দিকে মর্টার হামলা চালানো হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তেল আবিবে ইসরাইলি বন্দিদের স্বজনরা যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেছেন। তারা চলমান সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন। অনেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তিনি বন্দিদের বিষয়টি উপেক্ষা করছেন এবং কেবল রাজনৈতিক স্বার্থ দেখছেন।

এরইমধ্যে হামাস নতুন একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বন্দি ইসরাইলি নাগরিক এলকানা বোহবটকে তার সরকারের কাছে মুক্তির আবেদন জানাতে দেখা যায়। ভিডিওর শেষ অংশে লেখা রয়েছে, "শুধুমাত্র যুদ্ধবিরতিই তাদের জীবিত ফেরাবে।"

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের