
রাজতন্ত্রপন্থী বিক্ষোভের জেরে নেপালের রাজধানী কাঠমান্ডুর কিছু অংশে কারফিউ জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীরা একাধিক ভবন ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।
কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, রাজধানীর বানেশ্বর-তিনকুনে এলাকায় শুক্রবার (২৮ মার্চ) বিকাল ৪টা ২৫ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ থাকবে।
স্থানীয় মিডিয়াগুলো জানিয়েছে, বিক্ষোভ চলাকালীন সংঘর্ষে বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী এবং বিক্ষোভকারী আহত হন। বিক্ষোভকারীরা ব্যক্তিগত বাড়ি, দোকান, মিডিয়া হাউস, রাজনৈতিক দলের অফিস এবং সরকারি সম্পত্তিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
এরপর কাঠমান্ডু জেলা প্রশাসন বানেশ্বর-তিনকুনে এবং আশেপাশের এলাকায় কারফিউ জারি করে। এই আদেশের অধীনে নির্ধারিত সীমানার মধ্যে চলাচল, জমায়েত, সমাবেশ, বিক্ষোভ, সমাবেশ এবং বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।