
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যেতংতর্ন শিনাওত্রা ব্যাংককে জরুরি অবস্থা জারি করেছেন। এদিন, মিয়ানমারে কেন্দ্রীভূত ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাংককসহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর এই ঘোষণা দেন তিনি। খবর সিএনএনের।
ভূমিকম্পের ফলে ব্যাংককের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে নির্মাণাধীন ৩০ তলা একটি স্কাইস্ক্র্যাপার ভেঙে পড়েছে, যেখানে অন্তত ৪৩ শ্রমিক আটকা পড়েছেন। তবে প্রাথমিকভাবে ব্যাংকক শহরে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
মিয়ানমারে, ম্যান্ডালয় শহরের কাছে ভূমিকম্পের কেন্দ্রস্থলে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে, তবে সেখানে হতাহতের সুনির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি।
ভূমিকম্পের পর ব্যাংককে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। প্রধানমন্ত্রী প্যেতংতর্ন শিনাওত্রা পরিস্থিতি মূল্যায়ন করতে ফুকেট সফর সংক্ষিপ্ত করে ব্যাংককে ফিরে এসেছেন। তিনি জরুরি মিটিং ডেকে শহরের পরিস্থিতি পর্যালোচনা করছেন।
থাই কর্তৃপক্ষ এবং উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। তবে, মিয়ানমারেও ক্ষয়ক্ষতি ব্যাপক হতে পারে, যেখানে প্রাথমিক প্রতিবেদনে ভবন ধসের খবর পাওয়া গেছে। উদ্ধার অভিযান চলছে, তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি।
রেডিওটুডে নিউজ/আনাম