সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৬ চৈত্র ১৪৩১

সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৬ চৈত্র ১৪৩১

Radio Today News

গিজা পিরামিডের নিচে গোপন নগরী আবিষ্কারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৯, ২৪ মার্চ ২০২৫

আপডেট: ২১:৫১, ২৪ মার্চ ২০২৫

Google News
গিজা পিরামিডের নিচে গোপন নগরী আবিষ্কারের দাবি

গিজার পিরামিডের নিচে একটি বিশাল গোপন নগরী আবিষ্কারের দাবি করা হয়েছে। ইতালি ও স্কটল্যান্ডের গবেষকরা সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছেন, যা প্রাচীন মিশরের ইতিহাসের নতুন অধ্যায় উন্মোচন করতে পারে। তারা জানান, পিরামিডের নিচে পাওয়া এই ভূগর্ভস্থ কাঠামো পিরামিডগুলোর তুলনায় দশ গুণ বড় হতে পারে।

শনিবার (২২ মার্চ) জিও টিভি একটি প্রতিবেদনে জানায়, গবেষকরা রাডার প্রযুক্তি ব্যবহার করে পিরামিডগুলোর নিচের মাটির গভীরে উচ্চ-রেজোলিউশনের ছবি তৈরি করেছেন। এই পদ্ধতি সমুদ্রের তলদেশ ম্যাপিং করার মতোই ছিল। গবেষকরা জানান, এই প্রযুক্তির মাধ্যমে আটটি উল্লম্ব সিলিন্ডার আকৃতির কাঠামোর সন্ধান পাওয়া গেছে, যা ২,১০০ ফুট গভীরে বিস্তৃত। এর নিচে আরও ৪,০০০ ফুট গভীর পর্যন্ত অজানা স্থাপনার অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গেছে। তবে, এই গবেষণাটি এখনো স্বাধীন বিশেষজ্ঞদের দ্বারা পর্যালোচনা করা হয়নি।

গবেষকরা এই আবিষ্কারকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেছেন, কিন্তু অনেক বিশেষজ্ঞ এতে সন্দেহ প্রকাশ করেছেন। ডেনভারের ইউনিভার্সিটির রাডার বিশেষজ্ঞ ও প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক লরেন্স কনিয়ার্স বলেন, এই প্রযুক্তি এত গভীরে প্রবেশ করতে সক্ষম নয়, তাই ভূগর্ভস্থ নগরী থাকার ধারণা “অতি অতিরঞ্জিত” হতে পারে। তিনি আরও জানান, গিজার পিরামিডের নিচে ছোটখাট সুড়ঙ্গ বা কক্ষ থাকতে পারে, যা প্রাচীন মানুষের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল।

অধ্যাপক কনিয়ার্স আরও উল্লেখ করেন, মায়া সভ্যতাসহ প্রাচীন মেসোআমেরিকার জনগোষ্ঠী তাদের পিরামিডগুলোর নিচে গুহা বা সুড়ঙ্গের প্রবেশদ্বার তৈরি করত, যেগুলো তাদের ধর্মীয় বা সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল। তার মতে, গিজার পিরামিডের নিচে পাওয়া কাঠামোগুলো হয়তো এমন কিছু হতে পারে।

যতদূর জানা গেছে, এই গবেষণাটি আরও যাচাই-বাছাইয়ের জন্য স্বাধীন বিশেষজ্ঞদের পর্যালোচনার অপেক্ষায় রয়েছে। যদি এটি সত্যি হয়, তবে এটি প্রাচীন মিশরের ইতিহাসে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের