সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৬ চৈত্র ১৪৩১

সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৬ চৈত্র ১৪৩১

Radio Today News

অবরুদ্ধ গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৬, ২৪ মার্চ ২০২৫

Google News
অবরুদ্ধ গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকার নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। মাত্র এক সপ্তাহ আগে তিনি উপত্যকার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে, গত ১৮ মার্চ ইসরায়েলের হামলায় নিহত হন তৎকালীন প্রধানমন্ত্রী ইশাম দা-লিস, যার স্থলাভিষিক্ত হয়েছিলেন বারহুম।

রোববার (২৩ মার্চ) রাতে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় ইসমাইল বারহুমসহ আরও একজন নিহত হন। হামাস নিশ্চিত করেছে যে বারহুম হামলার সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বারহুমের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, “ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের যৌথ অভিযানে খান ইউনিসের নাসের হাসপাতালে ইসমাইল বারহুমকে হত্যা করা হয়েছে।”

বারহুমকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলার দৃশ্য কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এবং বিবিসি অ্যারাবির ক্যামেরায় ধরা পড়ে। একটি ভিডিওতে দেখা যায়, আলজাজিরার সাংবাদিক নাসের হাসপাতালের সামনে থেকে সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই মিসাইল সদৃশ কিছু একটি এসে হাসপাতালটিতে আঘাত হানে। এতে সেখানে আগুন ধরে যায় এবং আটজন আহত হন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের