সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৭ চৈত্র ১৪৩১

সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৭ চৈত্র ১৪৩১

Radio Today News

২০২৪ সালে বিভিন্ন রুটে ৯ হাজার অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫, ২১ মার্চ ২০২৫

Google News
২০২৪ সালে বিভিন্ন রুটে ৯ হাজার অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: জাতিসংঘ

২০২৪ সালে বিশ্বব্যাপী অভিবাসন পথগুলোতে প্রায় ৯ হাজার জন মারা গেছে, যা রেকর্ড করা সবচেয়ে বিপজ্জনক বছর হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। আজ শুক্রবার (২১ মার্চ) ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, ২০২৪ ছিল অভিবাসীদের জন্য সবচেয়ে বিপজ্জনক বছর। এই সময়ে বিশ্বব্যাপী অভিবাসন পথগুলোতে প্রায় ৯ হাজার অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। এই ঘটনাকে অগ্রহণযোগ্য ও প্রতিরোধযোগ্য আখ্যা দিয়ে জাতিসংঘ এমন তথ্য জানিয়েছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বব্যাপী অভিবাসন রুটগুলোতে অন্তত ৮ হাজার ৯৩৮ জন মারা গেছেন। যা রেকর্ড সর্বোচ্চ।

আইওএম-এর উপ-পরিচালক উগোচি ড্যানিয়েলস বলেছেন, বিশ্বব্যাপী অভিবাসনপ্রত্যাশীদের এই মৃত্যু অগ্রহণযোগ্য ও প্রতিরোধযোগ্য।

ড্যানিয়েলস বলেন, প্রতিটি সংখ্যার পিছনে একজন মানুষ রয়েছে, যার জন্য এই ক্ষতি ভয়াবহ।

আইওএম আরও জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যু ও নিখোঁজের প্রকৃত সংখ্যা সম্ভবত অনেক বেশি। কারণ সরকারি সূত্রের অভাবের কারণে অনেক ঘটনাই অপ্রকাশিত রয়ে গেছে।

২০২৪ সালে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপে রেকর্ড সংখ্যক মানুষ মারা গেছেন। যা যথাক্রমে ২ হাজার ৭৭৮, ২ হাজার ২৪২ এবং ২৩৩ জন।

ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারীদের প্রধান প্রবেশদ্বার ভূমধ্যসাগরে মোট ২ হাজার ৪৫২ জন মারা গেছেন বলে রেকর্ড করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে চূড়ান্ত তথ্য এখনো পাওয়া যায়নি, তবে সবশেষ পরিসংখ্যান অনুযায়ী সেখানে কমপক্ষে এক হাজার ২৩৩ জন মারা গেছেন।

তাছাড়া ২০২৪ সালে ক্যারিবিয়ানে ৩৪১ জন প্রাণ হারিয়েছেন, কলম্বিয়া এবং পানামার মধ্যবর্তী ড্যারিয়েন জঙ্গল অতিক্রম করতে গিয়ে ১৭৪ জন অভিবাসনপ্রত্যাশীল মৃত্যু হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের