শুক্রবার,

২৮ মার্চ ২০২৫,

১৩ চৈত্র ১৪৩১

শুক্রবার,

২৮ মার্চ ২০২৫,

১৩ চৈত্র ১৪৩১

Radio Today News

শারাকে বার্তা পাঠালেন পুতিন, সিরিয়াকে সার্বিক সহযোগিতার প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ২০ মার্চ ২০২৫

আপডেট: ২০:১৮, ২০ মার্চ ২০২৫

Google News
শারাকে বার্তা পাঠালেন পুতিন, সিরিয়াকে সার্বিক সহযোগিতার প্রস্তাব

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার অন্তর্বর্তী নেতা আহমেদ আল-শারাকে একটি বার্তা পাঠিয়েছেন। বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার প্রচেষ্টাকে সমর্থন করেছেন এবং বিভিন্ন বিষয়ে মস্কোর সার্বিক সহযোগিতার প্রস্তাব দিয়েছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিন শারাকে বলেছেন যে তিনি সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার স্বার্থে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্থিতিশীল করার প্রচেষ্টাকে সমর্থন করেন।

পুতিন নিশ্চিত করেছেন, ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ রুশ-সিরীয় সম্পর্ক জোরদার করার জন্য দ্বিপাক্ষিক এজেন্ডার সমস্ত বিষয়ের ওপর সিরিয়ার নেতৃত্বের সঙ্গে সরাসরি সহযোগিতা বিকাশে রাশিয়ার প্রস্তুতি রয়েছে।

৫০ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতাসীন আসাদ পরিবারের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে থাকা ক্রেমলিন এই মাসের শুরুতে বলেছিল, তারা একটি ঐক্যবদ্ধ এবং বন্ধুত্বপূর্ণ সিরিয়া দেখতে চায়। কারণ সেখানকার অস্থিতিশীলতা সমগ্র মধ্যপ্রাচ্যকে প্রভাবিত করতে পারে।

ডিসেম্বরে রয়টার্স জানিয়েছে, আসাদের আলাউইত সম্প্রদায়ের অধ্যুষিত পাহাড়ের পোস্টগুলো থেকে সৈন্য প্রত্যাহার করছে রাশিয়া। কিন্তু ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত তার দুটি প্রধান ঘাঁটি - লাতাকিয়ার হামেইমিম বিমানঘাঁটি এবং তারতুসে নৌঘাঁটি ত্যাগ করেনি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের