
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডজুড়ে ফের ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ভয়াবহ এই হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে পৌঁছেছে কমপক্ষে ২০৫ জনে। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ।
চ্যানেলটি তাদের সরাসরি সম্প্রচারিত আপডেটে জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে ইসরায়েল এবং এরপর অবরুদ্ধ এই উপত্যকা জুড়ে বিমান হামলা শুরু করেছে। বর্বর এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২০৫ জন ফিলিস্তিনির নিহত এবং অন্যান্য আরও অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ মার্চ) ভোর থেকেই গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। বিশেষ করে গাজার উত্তরাঞ্চলে, গাজা শহর, দেইর আল বালাহ, খান ইউনিস এবং রাফাহ সেন্টার এবং দক্ষিণ গাজা উপত্যকায় এ হামলা চালানো হয়।
ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) জানিয়েছে, ইসরায়েল গাজায় চরমভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং তারা ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতিতে পৌঁছানোর সমস্ত চেষ্টা ভণ্ডুল করে দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেৎজের শেয়ার করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
পিআইজে আরও জানায়, নেতানিয়াহু নতুন করে হামলার মাধ্যমে সুবিধা আদায় করতে চাইছে। কিন্তু প্রকৃত অর্থে এর মাধ্যমে তিনি কিছুই আদায় করতে পারবেন না। না আলোচনার টেবিলে না মাটিতে।
সংগঠনটি আরও জানায়, ১৫ মাস লড়াইয়ে নেতানিয়াহু চরমভাবে ব্যর্থ হয়েছে। নতুন করে হামলার মাধ্যমে তিনি সফল হবেন না। কারণ আমাদের জনগণ মুজাহিদের পাশে রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম