
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরান, রাশিয়া ও চীন বেইজিংয়ে হয়তো অ-পরমাণু ইস্যুতে পরামর্শ করবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে আজ (শুক্রবার) ইরান, রাশিয়া ও চীনের সিনিয়র কূটনীতিকদের বৈঠকের ব্যাপারে ওই প্রতিক্রিয়া জানান ।
গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন: হয়তো তারা অ-পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলতে যাচ্ছে। অথবা পারমাণবিক অস্ত্র বিষয়ক উত্তেজনা কমানোর বিষয় নিয়ে কথা বলছে।
ইরান বারবার বলেছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং তেহরানের প্রতিরক্ষা নীতিতে এসব অস্ত্রের কোনো স্থান নেই।
এর আগেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ঘোষণা করেছিলেন যে- ইরান, চীন এবং রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে পারমাণবিক ইস্যু সম্পর্কিত পরিস্থিতি এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ওপর দৃষ্টি নিবদ্ধ করা হবে।