শুক্রবার,

১৪ মার্চ ২০২৫,

৩০ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

১৪ মার্চ ২০২৫,

৩০ ফাল্গুন ১৪৩১

Radio Today News

‘ধাক্কা খেলেন ট্রাম্প’, হাজারো কর্মীকে পুনর্বহালের আদেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৮, ১৪ মার্চ ২০২৫

Google News
‘ধাক্কা খেলেন ট্রাম্প’, হাজারো কর্মীকে পুনর্বহালের আদেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে চাকরিচ্যুত হাজার হাজার কর্মীকে পুনর্বহালের আদেশ দিয়েছে আদালত। ক্যালিফোর্নিয়া ও ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের ফেডারেল বিচারকরা বৃহস্পতিবার (১৩ মার্চ) এই রায় দিয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

বাল্টিমোরের বিচারক জেমস ব্রেডার ২০টি ডেমোক্র্যাট নেতৃত্বাধীন অঙ্গরাজ্যের আবেদনের পক্ষে রায় দিয়েছেন। তিনি বলেছেন, সম্প্রতি ১৮টি ফেডারেল সংস্থা ব্যাপকহারে ছাঁটাই করে কিছু নিয়ম লঙ্ঘন করেছে।

ব্রেডারের আদেশ যে-সব সংস্থার ওপর প্রযোজ্য তার মধ্যে রয়েছে মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা, ভোক্তা আর্থিক সুরক্ষা ব্যুরো এবং উন্নয়ন সংস্থা ইউএসএআইডি।

অবশ্য ছাঁটাইয়ের পক্ষে সাফাই গেয়ে ট্রাম্প প্রশাসন দাবি করেছে, কর্মদক্ষতা বা অন্য কোনও ব্যক্তিগত কারণে অনেকের চাকরি গেছে। তবে এই দাবিকে নাকচ করে দিয়ে ব্রেডার বলেছেন, প্রশাসনের এই কর্মকাণ্ড এক ধরনের এমন এক ধরনের ছাঁটাই কর্মসূচি যা সংশ্লিষ্ট অঙ্গরাজ্যে আগে থেকে নোটিশ দেওয়া প্রয়োজন ছিল। সেক্ষেত্রে বরখাস্ত কর্মীদের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করতে পারত কর্তৃপক্ষ।

এই রায়ের কয়েক ঘণ্টা আগে আরেক মার্কিন বিচারক উইলিয়াম আলসাপ প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ ছয়টি ভিন্ন সংস্থায় শিক্ষানবিশ কর্মীদের পুনর্বহালের আদেশ দেন।

আলসাপ বলেছেন, মানবসম্পদ বিভাগ ইউএস অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্টের এখতিয়ার না থাকা সত্ত্বেও ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের আদেশ দিয়েছিল।

আলসাপের রায় আসার পরই এর বিরোধিতা করে বিবৃতি দিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট। তিনি বলেছেন, পুরো নির্বাহী বিভাগের ক্ষমতা প্রয়োগ করার অধিকার মার্কিন প্রেসিডেন্টের রয়েছে। বিচার বিভাগের ক্ষমতা অপব্যবহার করে জেলা আদালতের বিচারকরা প্রেসিডেন্টের অ্যাজেন্ডা বাস্তবায়নের পথে বাঁধা সৃষ্টি করতে পারেন না। যতদ্রুত সম্ভব প্রশাসন এর পালটা পদক্ষেপ নেবে।  

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের