
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। তবে এক্ষেত্রে তিনি এই সংকট দূর করতে প্রধান কারণ খুঁজে বের করতে বলেছেন। খবর বিবিসি
৩০ দিনের যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবের বিষয়ে কথা বলতে মস্কোতে উপস্থিত রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। তার সঙ্গে আলোচনার আগেই পুতিন এই মন্তব্য করলেন।
বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার (১৩ মার্চ) ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে পুতিন সাংবাদিকদের বলেন, ‘আমরা শত্রুতা বন্ধের প্রস্তাবের সঙ্গে একমত। কিন্তু আমরা এই সত্য থেকে এগিয়ে যাব যে এই যুদ্ধবিরতি এমন হওয়া উচিত হবে, যাতে এটি দীর্ঘমেয়াদি শান্তির দিকে যাওয়া যায় এবং এই সংকটের মূল কারণগুলো দূর হয়।’
এর আগে কুরস্ক অঞ্চল নিয়ে কথা বলে ক্রেমলিন। ওই অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের হটাতে মস্কো চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলা জানানো হয়।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার এমন পদক্ষেপকে কৌশলি হিসেবে তুলে ধরেছেন বিবিসির বিশ্লেষক লিজা ফখত। তিনি বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছেন তাতে মস্কো সরাসরি না করে কূটনেতিক চতুরতার পরিচয় দিয়েছে। গত তিন বছরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে রাশিয়া নিজেদের একটি শক্তিশালী কূটনৈতিক অবস্থানে নিয়ে যেতে পেরেছে।
রেডিওটুডে নিউজ/আনাম