
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে মঙ্গলবার একদল সশস্ত্র বিদ্রোহী একটি যাত্রীবাহী ট্রেন থামিয়ে ৪৫০ জনেরও বেশি যাত্রীকে জিম্মি করেছে। দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে লড়াই করা বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ ঘটনার দায় স্বীকার করেছে।
ঘটনাটি বেলুচিস্তানের সিবি জেলার পাহাড়ি এলাকায় দুপুর ১টার দিকে ঘটে।
সেখানে ট্রেনটির একটি স্টেশনে থামার কথা ছিল। ট্রেনটি ৩০ ঘণ্টারও বেশি দীর্ঘ যাত্রায় কোয়েটা থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিদ্রোহীরা বেলুচিস্তানের একটি দুর্গম পাহাড়ি এলাকায় ট্রেনটি আটকায় এবং চালককে গুলি করে আহত করে। খবর: এএফপির
কোয়েটার সিনিয়র রেলওয়ে কর্মকর্তা মুহাম্মদ কাশিফ এএফপিকে জানান, ট্রেনটিতে নারী ও শিশুসহ ৪৫০ জনেরও বেশি যাত্রী রয়েছেন, যারা এখন বন্দুকধারীদের জিম্মিতে রয়েছেন।
এদিকে বিএলএ এক বিবৃতিতে জানায়, তারা প্রথমে রেললাইনের পাত খুলে দিয়ে ট্রেন থামায় এবং তারপর যাত্রীদের জিম্মি করে। সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, জিম্মিদের উদ্ধারের চেষ্টা করলে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে।
স্থানীয় প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সশস্ত্র বিদ্রোহীরা জাফর এক্সপ্রেস নামের ট্রেনটিকে থামিয়ে চালককে গুলি করে আহত করেছে।
সরকারি সূত্র জানিয়েছে, সিবি অঞ্চলের সব হাসপাতালকে জরুরি অবস্থা মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ট্রেনটি পাহাড়ি এলাকার একটি সুড়ঙ্গের সামনে আটকে রয়েছে, যেখানে বিদ্রোহীদের গোপন আস্তানা থাকার সম্ভাবনা রয়েছে এবং তারা হামলার পরিকল্পনা করতে সুবিধা পায়।