শুক্রবার,

০৭ মার্চ ২০২৫,

২২ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

০৭ মার্চ ২০২৫,

২২ ফাল্গুন ১৪৩১

Radio Today News

ভারতের পণ্যে শুল্কারোপের হুঁশিয়ারি ট্রাম্পের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৪, ৫ মার্চ ২০২৫

Google News
ভারতের পণ্যে শুল্কারোপের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের পণ্যে অন্যায্যভাবে শুল্ক আরোপের অভিযোগ তুলে আগামী ২ এপ্রিল থেকে ভারতীয় পণ্যে পাল্টা শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই বক্তব্যের বাস্তবায়ন হলে শুল্কারোপের ফলে ভারতের খরচ বাড়তে পারে অন্তত ৭ বিলিয়ন ডলার। দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদনের এমনটাই বলা হয়েছে।

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে ট্রাম্প জানান, এমন অনেক দেশ আছে যারা বিগত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের পণ্যে চড়া শুল্কারোপ করে আসছে। এ সময় ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, মেক্সিকো ও কানাডার পাশপাশি ভারতের নামও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প তার বক্তব্যে জানান, যেসব দেশ যুক্তরাষ্ট্রের ওপর যে পরিমাণ শুল্কারোপ করে, ঠিক সেই পরিমাণ শুল্ক ওইসব দেশের ওপর আরোপ করা হবে।

তিনি বলেন, ‘যতটা তারা আমাদের ওপর শুল্ক ধার্য করবে, আমরা ঠিক ততটাই তাদের ওপর ধার্য করব। এটিই পারস্পরিক, যেমন তারা আমাদের ওপর কর ধার্য করবে, তেমনই আমরাও তাদের ওপর কর ধার্য করব। যদি তারা আমাদের বাজারে প্রবেশে শুল্ক বাধা সৃষ্টি করে, তাহলে আমরাও তাদের মার্কেটে প্রবেশে একই ধরনের বাধা তৈরি করব।'

প্রসঙ্গ টেনে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গাড়ির ওপর ভারত একশ' শতাংশেরও বেশি শুল্ক চাপিয়ে রেখেছে। ফলে পাল্টা শুল্ক আরোপ করে এসব রাষ্ট্রকে শিক্ষা দেয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন প্রেসিডেন্ট সাফ জানান, চীন-ভারতসহ এমন আরও কয়েকটি দেশের পণ্যের ওপর আগামী এপ্রিল থেকে বসতে যাচ্ছে পাল্টা শুল্ক।

ট্রাম্প বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্রকে এ ধরনের 'অসামঞ্জস্যপূর্ণ বাণিজ্য নীতি' মোকাবিলা করতে হবে এবং তার প্রশাসন শিগগিরই ভারত ও চীনের মতো দেশগুলোর ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবে।'

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য থেকে এটি স্পষ্ট যে, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর একটি দেশ যে পরিমাণ আমদানি শুল্ক নির্ধারণ করবে, ট্রাম্প তাদের ওপর একই মাত্রায় পাল্টা শুল্ক আরোপ করবেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের