শনিবার,

০১ মার্চ ২০২৫,

১৭ ফাল্গুন ১৪৩১

শনিবার,

০১ মার্চ ২০২৫,

১৭ ফাল্গুন ১৪৩১

Radio Today News

নজিরবিহীন বাগবিতন্ডায় ট্রাম্প-জেলেনস্কি, হয়নি চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩১, ১ মার্চ ২০২৫

আপডেট: ১১:৩২, ১ মার্চ ২০২৫

Google News
নজিরবিহীন বাগবিতন্ডায় ট্রাম্প-জেলেনস্কি, হয়নি চুক্তি

হোয়াইট হাউজে যুদ্ধ বন্ধ সংক্রান্ত সংলাপ এবং খনিজ উপাদান হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের জন্যে বসা বৈঠকে নজিরবিহীন বাগবিতন্ডায় জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দু নেতার মাঝে তুমূল উত্তেজনা ছড়িয়ে পড়ায় বাতিল করা হয় যৌথ সংবাদ সম্মেলন। হয়নি মিনারেল চুক্তি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি নিয়ে দ্বিমতের জেরে শুক্রবার ওভাল অফিসে দুই নেতার বৈঠকে এই ঘটনা ঘটে। সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে প্রথম বিতর্ক বাঁধে জেলেনস্কির। বৈঠকের শুরুতে জে ডি ভ্যান্স বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন কূটনৈতিক তৎপরতা।

ভ্যান্সের এই বক্তব্যের পর জেলেনস্কি তাকে প্রশ্ন করেন, “আপনি কোন ধরনের কূটনীতির কথা বলতে চাইছেন জেডি?”

সপাট উত্তরে ভ্যান্স বলেন, “আমি সেই ধরনের কূটনীতির কথা বলছি, যা আপনার দেশকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে পারে।” এর উত্তরে জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কটাক্ষ করে বলেন, “আমরা একজন খুনীর সঙ্গে কখনও সমঝোতায় যাব না।”

বক্তব্যের এই পর্যায়ে বিতর্কে অংশ নেন ট্রাম্প। জেলেনস্কিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি এখন ভালো অবস্থায় নেই। এই মুহূর্তে আপনার হাতে কোনো কার্ড (বিকল্প) নেই। যদি আপনি আমাদের সঙ্গে থাকেন, তাহলে আপনার হাতে কার্ড আসা শুরু করবে।”

জবাবে জেলেনস্কি বলেন, “আমি কোনো কার্ড খেলছি না এবং আমি খুবই সিরিয়াস, মিঃ প্রেসিডেন্ট।” কিন্তু তার কথাকে আমল না দিয়ে ট্রাম্প বলেন, “আপনি কার্ড খেলছেন; শুধু তাই নয়, লাখ লাখ মানুষ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়েও জুয়া খেলছেন আপনি।”

এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট সাফ জানান, ভ্লাদিমির পুতিনের সাথে কোন আপস হওয়া উচিত নয়। এক পর্যায়ে হোয়াইট হাউজ থেকে বেরিয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে। এর পরই হোয়াইট হাউজ থেকে বেরিয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট। 

পরে ট্রাম্প তার স্যোশাল মিডিয়া প্লাটফর্ম ট্রুথ স্যোশালে এক পোস্টে লেখেন, “তিনি (জেলেনস্কি) যখন শান্তির জন্য প্রস্তুত হয়ে যাবেন, তখন ফিরে আসতে পারেন।”

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের