শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫,

৯ ফাল্গুন ১৪৩১

শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫,

৯ ফাল্গুন ১৪৩১

Radio Today News

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, নেপথ্যে যে কারণ 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৫১, ২০ ফেব্রুয়ারি ২০২৫

Google News
শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, নেপথ্যে যে কারণ 

ইন্দোনেশিয়ায় হাজার হাজার শিক্ষার্থীরা বিক্ষোভে নেমেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর বাজেট কাটছাঁট এবং অন্যান্য নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ করছেন তারা। প্রেসিডেন্টের এই পদক্ষেপকে শিক্ষার্থীরা ‘ডার্ক ইন্দোনেশিয়া’ হিসেবে আখ্যায়িত করেছে। তাদের আশঙ্ক প্রেসিডেন্টের এমন পদক্ষেপের ফলে সামজিক সহায়তা নীতিকে দুর্বল করবে, যা তাদের ভবিষ্যতকে অনিশ্চয়তার ফেলে দিবে। 

কালো কাপড়ে সজ্জিত প্রায় এক হাজারের মতো প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা ইন্দোনেশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শহর জোগজাকার্তায় বিক্ষোভ করছে। তারা প্রেসিডেন্টের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়েছেন। গত চার মাস আগে ভূমধস জয় পেয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রাবোও। এরই মধ্যে তার বিরুদ্ধে হাজার হাজার শিক্ষার্থীরা রাস্তার নিমে বিক্ষোভ করছে। 

ইন্দোনেশিয়ার রাজাধানী জাকার্তা, মেদান এবং সুমাত্রা দ্বীপেও এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ‘ডার্ক ইন্দোনেশিয়া’ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে, যা বাজেট কাটছাঁটের বিষয়ে উদ্বেগ প্রকাশের প্রতীক হয়ে উঠেছে। দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটি ট্যাগ ছড়িয়ে পড়েছে। যেখানে লেখা রয়েছে ‘জাস্ট ইসকেপ ফার্স্ট’। এটি শেয়ার করে অনেকে বিদেশে কাজ এবং বসবাসের উপায় সম্পর্কে পরামর্শ শেয়ার করছেন। 

জাকার্তার ছাত্রনেতা হেরিয়ান্তো বলেন, শিক্ষাখাতে বাজেট কাটছাঁটের বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিবাদ করছে। প্রেসিডেন্ট প্রাবোও ব্যয় সংকোচনের মাধ্যমে প্রায় ১৯ বিলিয়ন ডলার সঞ্চয় করার নির্দেশ দিয়েছেন। এসব সঞ্চয় দিয়ে তিনি তার নীতি বাস্তবায়ন করবেন। বিশেষ করে স্কুলের মধ্যাহ্নভোজ পরিকল্পনার জন্য ব্যবহার করা হবে।

হেরিয়ানো বলে, ইন্দোনেশিয়া সত্যি অন্ধকারের মধ্যে রয়েছে। কারণ এখানে অনেক নীতি রয়েছে। যা আমাদের কাছে স্পষ্ট নয়। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের