শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫,

৯ ফাল্গুন ১৪৩১

শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫,

৯ ফাল্গুন ১৪৩১

Radio Today News

মোদি-মাস্ক বৈঠকের পরেই ভারতে কর্মী নিচ্ছে টেসলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

Google News
মোদি-মাস্ক বৈঠকের পরেই ভারতে কর্মী নিচ্ছে টেসলা

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ইনকর্পোরেটেড ভারতীয় বাজারে প্রবেশের লক্ষ্যে কর্মী নিয়োগ দেওয়া শুরু করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও শীর্ষ ধনকুবের ইলন মাস্কের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পরেই ভারতে কর্মী নিয়োগের ঘোষণা করল মার্কিন সংস্থা টেসলা। খবর এনডিটিভির। 

এনডিটিভি জানিয়েছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) টেসলা কোম্পানি লিঙ্কডইন পেজে একটি বিজ্ঞাপন দেয়। সেই বিজ্ঞাপন অনুসারে, টেসলা ১৩টি পদের জন্য লোক নিচ্ছে। পদগুলোর মধ্যে গ্রাহক সংযোগ ও ব্যাক-এন্ড কার্যক্রমের মতো দায়িত্বশীল পদও রয়েছে।

টেসলা এবং ভারত বহু বছর ধরেই একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে। তবে উচ্চ আমদানি শুল্ক নিয়ে উদ্বেগের কারণে কোম্পানিটি দক্ষিণ এশীয় দেশ থেকে দূরে ছিল এতদিন। 

ভারত সরকার ৪০ হাজার ডলারের বেশি দামের গাড়ির আমদানি শুল্ক ১১০ শতাংশ থেকে কমিয়ে ৭০ শতাংশ করেছে। ফলে টেসলার ভারতে প্রবেশের পথ অনেকটাই সহজ হয়েছে।

দীর্ঘদিন ধরেই ভারতে কারখানা তৈরির পরিকল্পনা ছিল মাস্কের সংস্থার। গত বছর ভারতের লোকসভা নির্বাচনের আগে টেসলার উচ্চ কর্মকর্তারা ভারতে আসার কথা ছিল। তবে শেষমেশ আর আসা হয়নি। 

প্রতিবেদনে বলা হয়েছে, টেসলার ভারতের বাজারে প্রবেশের এই সিদ্ধান্তটি মোদির সাম্প্রতিক মার্কিন সফরের পরপরই এলো। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের