শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫,

৯ ফাল্গুন ১৪৩১

শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫,

৯ ফাল্গুন ১৪৩১

Radio Today News

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, বাড়ি ছেড়ে রাস্তায় বাসিন্দারা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪২, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

Google News
ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, বাড়ি ছেড়ে রাস্তায় বাসিন্দারা

ভারতের রাজধানী নয়াদিল্লি ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে এ কম্পন হয়, যা আতঙ্ক ছড়িয়ে দেয় স্থানীয়দের মধ্যে। এ সময় অনেকেই ভয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ এবং এর উৎপত্তিস্থল ছিল দিল্লির ধৌলা কুয়ান এলাকার দুর্গাবাই দেশমুখ কলেজ অব স্পেশাল এডুকেশনের কাছে। ভূমিকম্পের গভীরতা ছিল ৫ কিলোমিটার।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করেছেন, কম্পনের মাত্রা ৪ এর চেয়ে বেশি মনে হয়েছে। এক ব্যবহারকারী লিখেছেন, "আমি ওপরের তলায় থাকায় প্রচণ্ড কম্পন অনুভব করেছি, পুরো ভবন দুলছিল।"

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, দিল্লি ছাড়াও আগ্রা, হরিয়ানা ও আশপাশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ১১ জানুয়ারি ও ২৩ জানুয়ারি দিল্লিতে আরও দুটি ভূমিকম্প হয়েছিল।

ভূমিকম্পের পর সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়ে তিনি লিখেছেন, "দিল্লি ও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সবাইকে শান্ত থেকে সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আফটারশকের সম্ভাবনা রয়েছে, সবাই সতর্ক থাকুন। প্রশাসন পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে।"

এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের