বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

ট্রেনে উঠতে হুড়োহুড়ি, দিল্লিতে পদদলিত হয়ে নিহত ১৮ 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:১৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

Google News
ট্রেনে উঠতে হুড়োহুড়ি, দিল্লিতে পদদলিত হয়ে নিহত ১৮ 

ভারতের নয়াদিল্লি রেল স্টেশনে যাত্রীদের ভিড় এবং ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে অন্তত ১৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪ শিশু ও ১১ নারী রয়েছে। গতকাল শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। 

স্থানীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে,  শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে দুটি প্ল্যাটফর্মে কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড় ছিল। প্ল্যাটফর্ম দুটিতে ট্রেন দেরিতে আসলে তাড়াহুড়া করে ট্রেনে উঠতে থাকেন পুণ্যার্থীরা। এতে সেখানে পদদলনের মতো ঘটনা ঘটে।

 তবে, এ তথ্য গুজব বলে অস্বীকার করেছে রেল কর্তৃপক্ষ। 

পদদলনের ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এর আগে গত মাসে ভারতের উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের