
বিয়ারের বোতলে মহাত্মা গান্ধীর ছবি ছেপে বিতর্কে জড়াল রাশিয়ান মদের ব্র্যান্ড রিয়র্ট। সুপর্ণ সতপতি নামে ভারতের ওড়িশার এক সামাজিক ও রাজনৈতিক নেতা সম্প্রতি এই বিয়ারের ক্যানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যা নজরে পড়তেই ফুঁসে উঠেছেন নেটিজেনরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সুপর্ণ সতপতি এই রাশিয়ার মদ সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপও দাবি করেছেন। বিষয়টি নিয়ে রাশিয়া সরকারের সঙ্গে আলোচনার অনুরোধও করেছেন তিনি।
সুপর্ণ সতপতি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে অনুরোধ করব, বন্ধু ভ্লাদিমির পুতিনের সঙ্গে আপনি এই বিষয়টি নিয়ে আলোচনা করুন।’
ইনস্টাগ্রামের একাধিক রিলেও প্রবাসী ভারতীয়দের হাতে রাশিয়ার এই রিয়র্ট বিয়ারের ক্যান দেখা যায়, যেটিতে রয়েছে মহাত্মা গান্ধীর ছবি। নেটিজেনদের একাংশ ক্ষোভে ফুঁসছেন। কেউ বলছেন, ‘এটি অত্যন্ত অসম্মানজনক।’ কেউ বলছেন, ‘এটা ভারতের অপমান।’
এমনকি আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন কেউ কেউ। একজন বলছেন, ‘আন্তর্জাতিক ন্যায় আদালতে এই বিয়ার সংস্থার বিরুদ্ধে মামলা করা উচিত। এদের অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।’ সংসদ অধিবেশনেও এই নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী।
আরেকজন বলেন, ‘অত্যন্ত অগ্রহণযোগ্য। গান্ধিজির সাথে মদের সম্পর্ক কি? অ্যালকোহলে তার নাম এবং ছবি ব্যবহার করা বন্ধ করুন, তিনি মদ্যপ ছিলেন না, পরিবর্তে তার ব্যক্তিত্বের সাথে মানানসই অন্যান্য পণ্যগুলোতে তার নাম ও ছবি ব্যবহার করুন।’
এখন পর্যন্ত রুশ বিয়ার প্রস্তুতকারী সংস্থা রিয়র্টের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।