বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

২৭ বছর পর দিল্লির মসনদে বিজেপি, নিজ আসনেও হেরে গেলেন কেজরিওয়াল!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৩, ৯ ফেব্রুয়ারি ২০২৫

Google News
২৭ বছর পর দিল্লির মসনদে বিজেপি, নিজ আসনেও হেরে গেলেন কেজরিওয়াল!

দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসনে জয় লাভ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মধ্য দিয়ে দীর্ঘ ২৭ বছর পর দিল্লির মসনদে বসল নরেন্দ্র মোদির দল। দিল্লিতে সরকার গঠনের জন্য যেকোনও রাজনৈতিক দলের বা জোটের ৩৬ আসনের প্রয়োজন।

নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী- ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ) পেয়েছে ২২টি আসন। কংগ্রেস কোনো আসন পায়নি। আপ নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেও হেরে গেছেন। তিনি নয়াদিল্লি আসনে ৪,০৮৯ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী প্রভেশ ভার্মার কাছে পরাজিত হয়েছেন। হেরে গেছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও। প্রায় ৬০০ ভোটে বিজেপি প্রার্থী তরবিন্দর সিংয়ের কাছে হেরে গেছেন তিনি। তবে, মাত্র ২৭০০ ভোটে কালকাজি আসনে জিতে মুখরক্ষা করেছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী ও আপ নেত্রী অতিশী মারলেনা।

নির্বাচনে আপ-এর পরাজয় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় কেজরিওয়াল বলেছেন, ‘‘দিল্লির ভোটের ফল প্রকাশিত। জনতার এই রায় আমরা মাথা পেতে নিচ্ছি। বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন। যে আশা নিয়ে মানুষ তাদের ভোট দিয়েছেন, আশা করি তারা তা পূরণ করব।’’

এদিকে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির নির্বাচনে বিজেপির বিশাল জয়ে উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তিনি বিজেপির এই জয়কে ‘উন্নয়ন এবং সুশাসনের জয়’ বলে অভিহিত করেছেন।

পোস্টে মোদি বলেছেন, "বিজেপির ঐতিহাসিক বিজয়ে সকল ভাই-বোনদের আমার স্যালুট এবং অভিনন্দন... আমি আমার হৃদয়ের অন্তস্থল থেকে আপনাদের সকলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ...। আমরা নিশ্চয়তা দিচ্ছি, দিল্লির সর্বাত্মক উন্নয়ন ও জনগণের জীবনকে আরও উন্নত করার কোনও প্রচেষ্টাই বাদ রাখবো না।"

ভারতের প্রধানমন্ত্রী বলেন, "আমি বিজেপির সকল কর্মীকে নিয়ে গর্বিত। তারা রাত-দিন একাকার করে কাজ করায় আমাদের এই বিশাল জয়। আমরা এখন দিল্লির জনগণের জন্য সেবা করার জন্য নিজেদের আরও দৃঢ়ভাবে উৎসর্গ করব।"

১৯৯৮ সালে শেষ বার দিল্লির ক্ষমতায় ছিল বিজেপি। দিল্লিতে দলটির শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তারপর থেকে দিল্লির ক্ষমতা দখলে নেয় কংগ্রেস। ২০১৩ সালে প্রথমবার ক্ষমতায় আসে আম আদমি পার্টি (আপ)। সে হিসেবে দীর্ঘ ২৭ বছর পর দিল্লি জয় পেল বিজেপি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের