মঙ্গলবার,

০৪ ফেব্রুয়ারি ২০২৫,

২২ মাঘ ১৪৩১

মঙ্গলবার,

০৪ ফেব্রুয়ারি ২০২৫,

২২ মাঘ ১৪৩১

Radio Today News

ইতালিতে মাছ ধরার নৌকা থেকে ১৩০ অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৭, ৪ ফেব্রুয়ারি ২০২৫

Google News
ইতালিতে মাছ ধরার নৌকা থেকে ১৩০ অভিবাসী উদ্ধার

দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের ক্রোটোনে উপকূল থেকে ১৩০ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। ঝোড়ো হাওয়া ও উঁচু ঢেউয়ের মধ্যে বিপজ্জনক পরিস্থিতিতে আটকা পড়া অভিবাসীদের উদ্ধারে দীর্ঘ ১৪ ঘণ্টার অভিযান চালানো হয়।  

স্থানীয় সংবাদমাধ্যম ক্রোটোনেসে জানিয়েছে, গত ৩০ জানুয়ারি তুরস্ক উপকূল থেকে যাত্রা করা একটি মাছ ধরার নৌকায় থাকা অভিবাসীরা বিপদে পড়েন। উপকূলে নৌকাটি ঝুঁকিতে পড়লে তারা স্যাটেলাইট ফোনের মাধ্যমে কোস্ট গার্ডকে সংকেত পাঠান। এরপর রেজিও ক্যালাব্রিয়া কর্তৃপক্ষের নির্দেশে দুটি টহল নৌকা অভিযান শুরু করে এবং সাত ঘণ্টার সমুদ্রযাত্রা শেষে অভিবাসীদের ক্রোটোনে বন্দরে পৌঁছে দেওয়া হয়।  

উদ্ধার হওয়া ১৩০ জন অভিবাসীর মধ্যে ২৭ জন নারী এবং ৩০ জন অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক। তাদের মধ্যে ৭০ জন আফগানিস্তান, ৪০ জন ইরান, ৯ জন ইরাক ও ৬ জন পাকিস্তানের নাগরিক।  

উদ্ধারের পর এনজিও অর্ডার অব মাল্টা, ইতালীয় রিলিফ কর্পস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর স্বাস্থ্যকর্মীরা অভিবাসীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।  

চলতি বছর এখন পর্যন্ত ৩ হাজার ৭০৪ জন অনিয়মিত অভিবাসী ইতালিতে প্রবেশ করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। ২০২৩ সালে মোট ৬৬ হাজার  ৩১৭ জন আশ্রয়প্রার্থী ইতালিতে পৌঁছায়, যা আগের বছরের তুলনায় প্রায় অর্ধেক।

ইতালির কোস্ট গার্ড অভিবাসন সংকট মোকাবিলায় কঠোর নজরদারি চালাচ্ছে এবং ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাত্রা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের