মঙ্গলবার,

০৪ ফেব্রুয়ারি ২০২৫,

২১ মাঘ ১৪৩১

মঙ্গলবার,

০৪ ফেব্রুয়ারি ২০২৫,

২১ মাঘ ১৪৩১

Radio Today News

হাঙরের কামড়ে ১৭ বছর বয়সী কিশোরীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১৯, ৩ ফেব্রুয়ারি ২০২৫

Google News
হাঙরের কামড়ে ১৭ বছর বয়সী কিশোরীর মৃত্যু

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের এক দ্বীপের উপকূলে সোমবার সাঁতার কাটার সময় হাঙরের কামড়ে ১৭ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন, দেশটিতে পাঁচ সপ্তাহের মধ্যে হাঙরের তৃতীয় প্রাণঘাতী আক্রমণের ঘটনা এটি।

ঘটনার পর কুইন্সল্যান্ডের উরিম সমুদ্রসৈকতে জরুরি চিকিৎসাকর্মীরা দ্রুত পৌঁছে কিশোরীকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। অ্যাম্বুল্যান্স পরিষেবা সংস্থার এক মুখপাত্র জানান, কিশোরী শরীরের ওপরের অংশে গুরুতর আঘাত পেয়েছিল।

পুলিশ জানায়, রাজ্যের রাজধানী ব্রিসবেন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে ব্রিবি আইল্যান্ডের জনপ্রিয় সার্ফিং এলাকায় দুপুরের দিকে সাঁতার কাটার সময় হাঙর তাকে কামড় দেয়। তারা ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুত করবে।

কুইন্সল্যান্ড পুলিশের এক মুখপাত্র বলেন, ‘সে প্রাণঘাতী আঘাত পেয়েছিল এবং প্রায় ১৫ মিনিটের মধ্যেই মৃত্যুবরণ করে।’

অস্ট্রেলিয়ায় এটি চলতি বছরে হাঙরের দ্বিতীয় প্রাণঘাতী আক্রমণ।

এর আগে ২ জানুয়ারি দক্ষিণ অস্ট্রেলিয়ার গ্রানাইটস নামে পরিচিত একটি সৈকতে ২৮ বছর বয়সী এক সার্ফারকে হাঙর আক্রমণ করে। তার কয়েক দিন আগে ২৮ ডিসেম্বর কুইন্সল্যান্ডের কেপেল বে আইল্যান্ডস ন্যাশনাল পার্কের উপকূলে বর্শা দিয়ে মাছ ধরার করার সময় ৪০ বছর বয়সী এক পাদ্রিকে হাঙর গলায় কামড় দিলে তিনি মারা যান। এই এলাকা গ্রেট ব্যারিয়ার রিফের অন্তর্ভুক্ত।

সর্বশেষ আক্রমণের ঘটনায় এক স্থানীয় বাসিন্দা ব্রিসবেনভিত্তিক কুরিয়ার-মেইল পত্রিকাকে জানান, পুলিশ পানিতে নেমে কিশোরীকে উদ্ধারের চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

জন ওয়াডি নামের ওই প্রত্যক্ষদর্শী আরো বলেন, ‘প্রতিদিনই হাঙর দেখা যায়। কেউ কিছু বলে না। এটা খুবই সাধারণ ব্যাপার।’
অস্ট্রেলিয়ায় ১৭৯১ সাল থেকে এ পর্যন্ত এক হাজার ২০০টির বেশি হাঙরের হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে ২৫০টিরও বেশি ছিল প্রাণঘাতী। দেশটির একটি জাতীয় ডেটাবেইস থেকে এ তথ্য জানা গেছে।

বেশির ভাগ গুরুতর কামড় সাদা হাঙর, বুল হাঙর ও টাইগার হাঙরের হয়ে থাকে। সূত্র : এএফপি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের