বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

ফ্রিতে খাওয়াসহ বিশ্বকাপের ম্যাচ দেখেছেন টিউলিপ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৬, ১২ জানুয়ারি ২০২৫

Google News
ফ্রিতে খাওয়াসহ বিশ্বকাপের ম্যাচ দেখেছেন টিউলিপ

যুক্তরাজ্যের মন্ত্রী এবং শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের নাম নানা অনিয়মের কারণে উঠে আসছে গণমাধ্যমের শিরোনামে। এবার শুধু রাজনীতি নয় বরং তার নাম জড়িয়েছে ক্রিকেটের সঙ্গেও।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের দুটি ম্যাচে টিউলিপ এবং তার ভাই-বোনেরা ফ্রি টিকিটে খেলা দেখেছেন বলে অভিযোগ উঠেছে। ওই ম্যাচগুলো ছিল বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এবং বাংলাদেশ বনাম পাকিস্তান। অভিযোগ আরও বলছে, এ ম্যাচগুলোতে টিউলিপের সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, ম্যাচগুলোর প্রতিটি টিকিটের দাম ছিল ৩৫৮ দশমিক ৮০ পাউন্ড, যার বাংলাদেশি মূল্য প্রায় ৫৪ হাজার টাকা। টিকিটের সঙ্গে মধ্যাহ্নভোজও অন্তর্ভুক্ত ছিল।

যদিও বাংলাদেশের আইনে উপহার বা সৌজন্য টিকিট গ্রহণে কোনো নির্দিষ্ট নীতি নেই, তবে যুক্তরাজ্যের আইন অনুযায়ী, এ ঘটনা টিউলিপ সিদ্দিকের নৈতিক এবং সামাজিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। অভিযোগ মতে, এমন উপহার গ্রহণ করা তার জন্য নৈতিক স্খলন হিসেবে গণ্য হতে পারে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের