বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

ফিলিস্তিনে হামাসের সঙ্গে যুদ্ধে ৪০৩ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৪, ১২ জানুয়ারি ২০২৫

Google News
ফিলিস্তিনে হামাসের সঙ্গে যুদ্ধে ৪০৩ ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরে যুদ্ধ চলাকালীন সময় ইসরায়েলি চার সৈন্য নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে হামাসের সঙ্গে যুদ্ধে তাদের এই চারজন সেনা নিহত হয়েছেন। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধ শুরু করার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা ৪০৩-এ পৌঁছেছে।

এদিন চারজন নিহতের পাশাপাশি একজন অফিসার এবং একজন সংরক্ষিত সৈন্য "গুরুতরভাবে আহত" হয়েছেন। সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে  আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া যাওয়া হয়েছে।

সামরিক বাহিনী শনিবার বলেছে, উত্তর গাজার জাবালিয়ার কাছে একটি স্থল অভিযানে তিন যোদ্ধাকে হত্যা করেছে। হামাসকে পুনরায় সংগঠিত হওয়া রোধ করতে যেখানে ইসরায়েলি সৈন্যরা অক্টোবরের শুরু থেকে তীব্র আক্রমণ চালাচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের