মঙ্গলবার,

১৪ জানুয়ারি ২০২৫,

১ মাঘ ১৪৩১

মঙ্গলবার,

১৪ জানুয়ারি ২০২৫,

১ মাঘ ১৪৩১

Radio Today News

ইসলাম অবমাননার দায়ে বৌদ্ধ ভিক্ষুর জেল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১০, ১১ জানুয়ারি ২০২৫

Google News
ইসলাম অবমাননার দায়ে বৌদ্ধ ভিক্ষুর জেল

সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দেওয়া এবং ইসলাম ধর্ম অবমাননার দায়ে শ্রীলঙ্কায় এক কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষুকে ৯ মাসের জেল দিয়েছেন দেশটির আদালত। বৃহস্পতিবার কলম্বো ম্যাজিস্ট্রেট কোর্ট এ রায় দেন।

গালাগোদাত্তে জ্ঞানসারা নামে অভিযুক্ত ওই বৌদ্ধ ভিক্ষু দেশটিতে বেশ প্রভাবশালী। তিনি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ঘনিষ্ঠ ছিলেন।

বৌদ্ধ ভিক্ষুদের শাস্তি দেওয়ার ঘটনা শ্রীলঙ্কায় খুবই বিরল। তবে গালাগোদাত্তে জ্ঞানসারা ধারাবাহিকভাবে ইসলাম বিদ্বেষ ও ধর্মীয় অবমাননা করে আসছিলেন।

২০১৬ সালের একটি ঘটনায় গালাগোদাত্তেকে সাজা দেওয়া হয়েছে। ভীতি প্রদর্শন এবং আদালত অবমাননার জন্য ২০১৯ সালেও তিনি ছয় বছরের সাজা পেয়েছিলেন। তবে রাষ্ট্রপতির ক্ষমায় তিনি মুক্ত ছিলেন।

বৃহস্পতিবার রায় ঘোষণার সময় আদালত বলেছেন, সংবিধান অনুযায়ী সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রয়েছে।

গালাগোদাত্তেকে দেড় হাজার শ্রীলঙ্কান রুপি জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড হবে তার।

সাজার বিরুদ্ধে আপিল করেছেন জ্ঞানসারা। আপিলের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তাকে জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

তিনি প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের একজন বিশ্বস্ত সহযোগী ছিলেন। ২০২২ সালে দ্বীপ রাষ্ট্রটির তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হন গোতাবায়া।

রাজাপক্ষে ক্ষমতাচ্যুত হলে গত বছর জ্ঞানসারাকে দেশের মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে জেলে পাঠানো হয়েছিল। তবে চার বছরের এ সাজায় তিনি জামিনে বাইরে ছিলেন।

২০১৮ সালে তাকে আদালত অবমাননার জন্য এবং একজন রাজনৈতিক কার্টুনিস্টের স্ত্রীকে ভয় দেখানোর জন্য ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি সেই শাস্তির মাত্র ৯ মাস খেটেছেন। কারণ সেই সময় দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার কাছ থেকে ক্ষমা পেয়েছিলেন তিনি। সূত্র : বিবিসি

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের