শনিবার,

১১ জানুয়ারি ২০২৫,

২৭ পৌষ ১৪৩১

শনিবার,

১১ জানুয়ারি ২০২৫,

২৭ পৌষ ১৪৩১

Radio Today News

আমি দেবতা নই, মানুষ: নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৮, ১০ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৪৮, ১০ জানুয়ারি ২০২৫

Google News
আমি দেবতা নই, মানুষ: নরেন্দ্র মোদি

সম্প্রতি এক পডকাস্টে এসে নিজের ভুলের কথা অকপটে স্বীকার করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত তাকে নিয়ে একটি পডকাস্ট তৈরি করেছেন জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথ।

মোদি ওই পডকাস্টে বলেন, ভুল হবেই, কারণ আমি মানুষ, কোনো দেবতা নই। খবর এনডিটিভির।

পডকাস্টের ভিডিও প্রকাশের আগে দুই মিনিটের একটি ট্রেলার প্রকাশ করেন নিখিল কামাথ। যেখানে নিখিল অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছেন এবং সেগুলোর উত্তর দিয়েছেন মোদি।

পডকাস্টে মোদিকে বিশ্বে চলমান যুদ্ধ সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, এই সংকটের সময়ে আমরা ক্রমাগত বলে আসছি যে আমরা নিরপেক্ষ নই। তিনি বলেন, ‘আমি প্রতিনিয়ত বলছি যে আমি শান্তির পক্ষে।’

এসময় পডকাস্টে নিখিল মোদিকে প্রশ্ন করেন, একজন যুবক যদি নেতা হতে চায়, তাহলে কি এমন কোনো প্রতিভা আছে যা পরীক্ষা করা যেতে পারে? এই প্রশ্নের জবাবে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ভালো মানুষের রাজনীতিতে আসা উচিত। এমন মানুষ যারা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নয় মিশন নিয়ে আসে। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের