বিমানে উঠে প্রেমিকার সঙ্গে ঝগড়া বাঁধে যুবকের। ঝগড়ার এক পর্যায়ে বিমানে আপৎকালীন দরজা খুলে ঝাঁপ দিতে যান যুবক। পরে বিমানের অন্যান্য যাত্রীরা তাকে আটকান। তবে বিমানটি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকায় বড় বিপদ থেকে রক্ষা পায় বিমানসহ অন্যান্যরা।
আমেরিকার বো-তে লোগান বিমানবন্দরের এই ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ। খবর এনবিসি ও এনডিটিভির।
খবরে বলা হয়, ওই যুবক পুয়ের্তো রিকোর বাসিন্দা। মঙ্গলবার আমেরিকার ওই বিমানবন্দর থেকে পুয়ের্তো রিকোর উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল ‘জেটব্লু’ সংস্থার একটি বিমানের।
বিমানটি উড়ে যাওয়ার ঠিক আগে টোরেস নামে ওই যুবকের সঙ্গে তার প্রেমিকার তীব্র বাদানুবাদ শুরু হয়। তার পর হঠাৎই বিমানের আপৎকালীন দরজা খুলে লাফ দিতে যান টোরেস। সেই সময় বিমানের অন্য যাত্রীরা তাকে ধরে ফেলেন।
আমেরিকার সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে, দাঁড়িয়ে থাকা বিমানে উত্তেজনার সৃষ্টি হয়েছে, এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ম্যাসাচুসেটস স্টেট পুলিশ।
তারা অভিযুক্ত যুবককে আটক করে। ওই যুবককে আমেরিকার একটি আদালতে হাজির করানো হলে বিচারক তাকে জামিন দেন। একই সঙ্গে আদালত জানায়, পরবর্তী শুনানির আগে ম্যাসাচুসেটস ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না টোরেস।
এই ঘটনা প্রসঙ্গে বিমানের এক যাত্রী বলেন, বিমানে ওঠার পর থেকেই ওই যুবক তার প্রেমিকার সঙ্গে ঝগড়া করছিলেন। হঠাৎই নিজের আসন থেকে উঠে টোরেস বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা করেন।
পুরো খুলেও ফেলেন। আমরা তাকে আটকানোর চেষ্টা করি। তার পর ঘটনাস্থলে পুলিশ আসে
রেডিওটুডে নিউজ/আনাম