নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। হাজারেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। তড়িঘড়ি করে যাওয়ার জন্য নিজেদের গাড়ি পেছনে ফেলে ছুটছেন তারা। দাবানলের ঘটনায় প্রাণহানির ঘটনা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।
এদিকে দমকল প্রধান অ্যান্থনি ম্যারোন জানিয়েছেন, প্যালিসেডসের আগুনে ৫ হাজার একরেরও বেশি জমি পুড়ে গেছে এবং আগুন ক্রমশ বাড়ছে। তিনি আরও বলেন, আগুনে প্রায় ১ হাজারটি স্থাপনা ধ্বংস হয়ে গেছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের প্রধান গতকাল বুধবার (৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে জানান, পাসাডেনা শহরের কাছে ইটনের আগুনে দুজন নিহত ও আহত হয়েছে কয়েক ডজন মানুষ।
সর্বশেষ আগুনের আকার এখন প্রায় দ্বিগুণ হয়ে ২ হাজার ২২৭ একর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে ছড়িয়ে পড়া অন্যান্য দাবানলের মতো, এর শূন্য শতাংশও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকল বিভাগ বলছে, ভূখণ্ডে প্রবেশ করা এবং তীব্র বাতাসের গতির সঙ্গে তাদের মোকাবেলা করতে হচ্ছে।
এদিকে ৭০০ জন অগ্নিনির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে নিযুক্ত আছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এই আগুন পূর্ব এবং পশ্চিম উভয় দিকেই বিপজ্জনকভাবে জ্বলছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি মারোন বলেছেন, প্যাসিফিক প্যালিসেডস ‘বিপদমুক্ত নয়।’ ক্যালিফোর্নিয়ায় লাখ লাখ মানুষ রেড অ্যালার্টের অধীনে রয়েছে, সেখানে আগুন ছড়িয়ে পড়ার চরম বিপদ রয়েছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, দাবানল আরও বিস্তৃত হতে পারে এবং রাতে এটি আরো তীব্র হতে পারে।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং ঘণ্টায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) গতির দমকা বাতাস এবং অবিশ্বাস্যভাবে শুষ্ক অবস্থার কারণে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম