মঙ্গলবার,

০৭ জানুয়ারি ২০২৫,

২৩ পৌষ ১৪৩১

মঙ্গলবার,

০৭ জানুয়ারি ২০২৫,

২৩ পৌষ ১৪৩১

Radio Today News

জম্মু ও কাশ্মীরে ৩ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩০, ৪ জানুয়ারি ২০২৫

Google News
জম্মু ও কাশ্মীরে ৩ ভারতীয় সেনা নিহত

জম্মু ও কাশ্মীরের ভারতীয় সেনাবাহিনীর গাড়ি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে ৩ সেনা নিহত হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরের দিকে ভারতীয় ওই তিন সৈন্যের প্রাণহানি ঘটেছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বৈরী আবহাওয়ায় দৃষ্টিসীমা কমে আসায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি পিছলে গিরিখাতে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় আহত সৈন্যদের অবিলম্বে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়। সহায়তা প্রদানের জন্য নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেনাবাহিনী।

সেনাবাহিনী আরও জানায়, দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনায় তিন সাহসী সেনা প্রাণ হারিয়েছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায় সেনাবাহিনী।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর কাশ্মীরের পুঞ্জের কাছে সেনাবাহিনীর গাড়ি ৩০০ ফুট গভীর খাদে পড়ে ৫ ভারতীয় সেনার মৃত্যু হয়।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের