রোববার,

০৫ জানুয়ারি ২০২৫,

২২ পৌষ ১৪৩১

রোববার,

০৫ জানুয়ারি ২০২৫,

২২ পৌষ ১৪৩১

Radio Today News

বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক সোনাজয়ীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৪, ৩ জানুয়ারি ২০২৫

Google News
বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক সোনাজয়ীর মৃত্যু

আসছে ৯ জানুয়ারি ১০৪ বছর পূর্ণ হতো আগেনেস কেলেটির। তার আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী এই জিমন্যাস্ট। হৃদরোগ এবং শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে  ১০৩ বছর বয়সে গতকাল নিজ দেশ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

হাঙ্গেরির পাঁচবারের অলিম্পিক চ্যাম্পিয়ন জিমন্যাস্ট কেলেটি ১৯৫২ সালের হেলসিঙ্কি গেমসে ৩১ বছর বয়সে তার প্রথম স্বর্ণপদক জিতেছিলেন, তারপর ১৯৫৬ সালের মেলবোর্ন গেমসে আরো ৪টি স্বর্ণপদক জিতে তিনি সর্বকালের সবচেয়ে বয়স্ক নারী জিমন্যাস্ট হিসেবে স্বর্ণপদক জেতেন।

তার ১০ অলিম্পিক পদক, যার মধ্যে ৫টি স্বর্ণ, কেলেটিকে হাঙ্গেরির দ্বিতীয় সফল ক্রীড়াবিদ হিসেবে পরিচিত করেছে।

কেলেটি ১৯২১ সালে বুদাপেস্টে ইহুদি পরিবারে জন্ম নেন জন্মগ্রহণ করেছিলেন। ১৯৪০ সালে প্রথম হাঙ্গেরীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন, তবে সেই বছরের শেষের দিকে তাকে ইহুদি হওয়ার কারণে সকল ক্রীড়া কার্যকলাপ থেকে নিষিদ্ধ করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের নেতৃত্বে ইহুদিদের ওপর নাৎসি বাহিনীর চালানো ধ্বংসযজ্ঞ (হলোকাস্ট) থেকেও বেঁচে ফেরেন তিনি।

হাঙ্গেরীয় অলিম্পিক কমিটির (এইচওসি) তথ্য অনুযায়ী, কেলেটি একটি গ্রামে মিথ্যা কাগজপত্র নিয়ে আত্মগোপন করে নাৎসিদের মৃত্যুর শিবিরে পাঠানোর হাত থেকে বেঁচে গিয়েছিলেন। তার বাবা এবং বেশ কয়েকজন আত্মীয় অশভিটৎস বন্দিশিবিরে মারা যান।

মেলবোর্ন গেমসের এক বছর পর, ১৯৫৭ সাল তেকে কেলেটি ইসরায়েলে বসবাস করতে শুরু করেন, সেখানেই তিনি বিয়ে করেন এবং দুই সন্তানের মা হন, পাশাপাশি জিমন্যাস্টিকস কোচিংও শুরু করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের