রোববার,

০৫ জানুয়ারি ২০২৫,

২২ পৌষ ১৪৩১

রোববার,

০৫ জানুয়ারি ২০২৫,

২২ পৌষ ১৪৩১

Radio Today News

বাণিজ্যিক ভবনের ওপর বিমান বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ৩ জানুয়ারি ২০২৫

Google News
বাণিজ্যিক ভবনের ওপর বিমান বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ছোট বিমান বাণিজ্যিক ভবনের ওপর পড় বিধ্বস্ত হয়েছে। এতে দুইজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি 

বৃহস্পতিবার ফুলার টন পুলিশ বিভাগ এক্স পোস্টে জানিয়েছে, আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া ৮ জনকে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। 

ফেডারেল এভিয়েশন প্রশাসন জানিয়েছে, সিঙ্গেলবাহী একটি বিমান ভ্যানস আরবি-১০ স্থানীয় সময় ২টা ১৫ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। বিমানটি কি কারণে বিধ্বস্ত হয়েছে সে সম্পর্কে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। যে দুই জন নিহত হয়েছে, তারা শ্রমিক নাকি বিমান আরোহী তাও জানা যায়নি। 

পুলিশ জানিয়েছে, তারা ভবনগুলো খালি করছে, এছাড়া দুর্ঘটনা সর্ম্পকে জানতে স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। 

লস অ্যাঞ্জেলেসের ৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত অরেঞ্জ কান্ট্রির প্রতিনিধিত্বকারী কংগ্রেসম্যান লু করেয়া বলেন, যে ভবনের ওপর বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটিতে ফার্নিচেয়ার উৎপাদন করা হত। 

ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানের কিছু অংশ ভবনের ভেতর আঘাত হানে। এছাড়া আগুনের কুন্ডলি উড়তে দেখা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমান বিধ্বস্তে কারখানাটিতেও আগুন ধরে যায়। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের