রোববার,

০৫ জানুয়ারি ২০২৫,

২১ পৌষ ১৪৩১

রোববার,

০৫ জানুয়ারি ২০২৫,

২১ পৌষ ১৪৩১

Radio Today News

যুক্তরাষ্ট্রে বর্ষবরণে হামলা: কে এই শামসুদ-দীন জব্বার?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭, ২ জানুয়ারি ২০২৫

Google News
যুক্তরাষ্ট্রে বর্ষবরণে হামলা: কে এই শামসুদ-দীন জব্বার?

ইংরেজি বর্ষবরণের দিনে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের বিখ্যাত বোর্ন স্ট্রিটে ভিড়ের মাঝে ট্রাক চালিয়ে দেয়ার ঘটনায় ১৫ জন প্রাণ হারিয়েছেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থা এটাকে হামলা বলে বিবেচনা করছে। এ ঘটনায় অভিযুক্ত ৪২ বছর বয়সী শামসুদ-দীন জব্বার নিজেও হামলায় মৃত্যুবরণ করেছেন।

নিউইয়র্ক পোস্টের দাবি, হিউস্টন থেকে আসা জব্বার একজন আমেরিকান-বর্ণের মিলিটারি সদস্য ছিলেন। কর্তৃপক্ষের মতে, এই হামলা একটি পূর্বপরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ ছিল এবং এটি আইএসআইএস দ্বারা সংগঠিত হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, জব্বার তার হামলার জন্য একটি ভাড়া করা ফোর্ড এফ-১৫০ লাইটনিং ইলেকট্রিক ট্রাক ব্যবহার করেন। যার উপর আইএসআইএসের পতাকা লাগানো ছিল। হামলা চালানোর পর কর্তৃপক্ষ তার গাড়ি ও বাসস্থানসহ একাধিক জায়গায় তল্লাশি চালায়।

জব্বার ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত মার্কিন সেনাবাহিনীতে সক্রিয় সদস্য হিসেবে কাজ করেছেন এবং পরে রিজার্ভে ছিলেন। তিনি আফগানিস্তানে এক বছর অবস্থান করেছিলেন এবং আইটি স্পেশালিষ্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০২০ সালে একটি ইউটিউব ভিডিওতে তিনি নিজেকে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য টেক্সান হিসেবে পরিচয় দেন।

তবে হামলা সংঘটিত হওয়ার সময় জব্বার হিউস্টনের একটি খারাপ অবস্থায় থাকা ট্রেলার পার্কে বসবাস করছিলেন, যেখানে মেষপালন, হাঁস এবং মুরগি ছিল। সেই পার্কটি মুসলিম অভিবাসীদের বসবাসের জন্য পরিচিত এবং একটি মসজিদও রয়েছে।

হামলার পর মার্কিন কর্তৃপক্ষ তার বাড়িতে তল্লাশি চালায় এবং সেখানে কিছু ভিডিও উদ্ধার হয়। ভিডিওগুলোতে দেখা গেছে, তিনি ধর্মীয় কিছু বইয়ের উল্লেখ করেছেন। গত বছর তিনি ১০ দিন মিশরে ভ্রমণ করেছিলেন বলে জানা যায়। হামলার পর পুলিশ তার বাড়ি ঘিরে ফেলে এবং স্থানীয় বাসিন্দাদের এলাকা থেকে বের হতে বলা হয়।

জব্বার দুইবার বিয়ে করেন এবং তার দ্বিতীয় বিবাহের পর আর্থিক সমস্যা শুরু হয়। তিনি ১৬,০০০ ডলারের ঋণে জর্জরিত। একইসাথে তার রিয়েল এস্টেট ব্যবসা থেকে ২৮,০০০ ডলার ক্ষতি হয়েছিলো বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নিউ ইয়র্ক টাইমস ও অন্যান্য সংবাদ মাধ্যম থেকে জানা যায়, জব্বারকে ২০০২ সালে চুরির জন্য এবং ২০০৫ সালে অবৈধ ড্রাইভিংয়ের জন্য গ্রেপ্তার করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিউ অরলিন্সের মেয়রের সঙ্গে যোগাযোগ করেছেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। লুজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, বোরবন স্ট্রিটে এক ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। তিনি স্থানীয় জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানান।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের