শনিবার,

০৪ জানুয়ারি ২০২৫,

২১ পৌষ ১৪৩১

শনিবার,

০৪ জানুয়ারি ২০২৫,

২১ পৌষ ১৪৩১

Radio Today News

নাম পরিবর্তন করলেন ইলন মাস্ক, দাম বাড়ল যে ক্রিপটো মুদ্রার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১২, ১ জানুয়ারি ২০২৫

Google News
নাম পরিবর্তন করলেন ইলন মাস্ক, দাম বাড়ল যে ক্রিপটো মুদ্রার

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এখন আর ইলন মাস্ক নামে কাউকে খুঁজে পাবেন না ব্যবহারকারীরা। কারণ নিজের মালিকানাধীন এই মাধ্যমটিতে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক তার নাম পরিবর্তন করেছেন। এই মাধ্যমে মাস্কের নতুন নাম কেকিয়াস ম্যাক্সিমাস।

বিবিসি জানিয়েছে, ইলন মাস্কের এই নাম পরিবর্তনকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। কারণ মাস্ক হঠাৎ করে এই নাম পরিবর্তনের কোনো ব্যাখ্যা দেননি। এক্সে ইলন মাস্কের নতুন প্রোফাইল ছবিতে দেখা যাচ্ছে জনপ্রিয় মিম চরিত্র পেপে দ্য ফ্রগকে। চরিত্রটি রোমান সামরিক পোশাকে একটি গেম কন্ট্রোলার ধরে আছে।

বিবিসি আরও জানিয়েছে, ইলন মাস্কের হঠাৎ নাম পরিবর্তন ক্রিপ্টোকারেন্সি দুনিয়ায় ঝড় তুলেছে। নাম পরিবর্তনের পর ‘কেক’ নামে একটি মিমকয়েনের মূল্য হঠাৎ করে আকাশচুম্বী হয়ে যায়। তবে শুধু নাম নয়, অতীতে ইলন মাস্ক তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেও ক্রিপ্টোকারেন্সির দামে প্রভাব ফেলেছেন, এমন নজির আছে। কিন্তু ওই নির্দিষ্ট মিমকয়েনটির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা আছে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

ইংরেজি কেকিয়াস শব্দটি সম্ভবত কেক (কেইকে) থেকে এসেছে। এটি গেমারদের মধ্যে জনপ্রিয় একটি শব্দ এবং ‘লল’ শব্দটির বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। তবে কেক-এর আরও দুটি প্রাসঙ্গিক অর্থ রয়েছে। প্রাচীন মিসরীয় অন্ধকারের দেবতাকে এই নামে ডাকা হতো। মিসরীয় ওই দেবতাকে মাঝে মাঝে ব্যাঙের মাথাসহ চিত্রিত করা হয়। আরেকটি বিষয় হলো—কেক শব্দটি প্রায় সময়ই কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত।

ইলন মাস্কের নতুন নামের দ্বিতীয় অংশটি হলো ম্যাক্সিমাস। এই শব্দটি অনেকের কাছে রিডলি স্কটের চলচ্চিত্র গ্ল্যাডিয়েটরের নায়ক ম্যাক্সিমাস ডিসিমাস মেরিডিয়াসের কথা স্মরণ করিয়ে দেয়। মাস্কের নতুন প্রোফাইল ছবিতে রোমান সামরিক পোশাকে থাকা পেপেকে গেম কন্ট্রোলার ধরে থাকতে দেখা যায়। এটি কি শুধুই একটি মজার কাণ্ড, নাকি এর পেছনে কোনো গভীর বার্তা রয়েছে, তা এখনো অস্পষ্ট। তবে ইলন মাস্কের এই পদক্ষেপ ভক্ত ও সমালোচকদের মধ্যে আলোচনায় নতুন মাত্রা জুগিয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের