শনিবার,

০৪ জানুয়ারি ২০২৫,

২১ পৌষ ১৪৩১

শনিবার,

০৪ জানুয়ারি ২০২৫,

২১ পৌষ ১৪৩১

Radio Today News

যুক্তরাষ্ট্রে নিহত ১০, আহত ৩০ জনের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৮, ১ জানুয়ারি ২০২৫

Google News
যুক্তরাষ্ট্রে নিহত ১০, আহত ৩০ জনের বেশি

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের বার্বন স্ট্রিটে ট্রাকচাপায় ১০ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। একটি ট্রাক বেপরোয়া গতিতে ভিড়ের ওপর উঠে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নতুন বছরের উদযাপনের কয়েক ঘণ্টা আগে সন্ধ্যায় ভয়াবহ এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় আতঙ্ক ও বিশৃঙ্খলার কথা ওঠে এসেছে।

২২ বছর বয়সী কেভিন গার্সিয়া সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, 'আমি দেখলাম, একটি ট্রাক বার্বন স্ট্রিটের বাঁ দিকের ফুটপাতে থাকা মানুষের ভিড়ে উঠে যায়। একটি মৃতদেহ আমার দিকে ছিটকে আসে।' তিনি আরও জানান, গাড়িচাপার পাশাপাশি তিনি গুলির শব্দও শুনেছেন।

আরেক প্রত্যক্ষদর্শী লুইজিয়ানার শ্রিভপোর্টের বাসিন্দা ২২ বছর বয়সী হুইট ডেভিস সিএনএনকে জানিয়েছেন, এই ঘটনা ঘটার সময় তিনি একটি নাইটক্লাব থেকে বের হচ্ছিলেন। সবাই চিৎকার শুরু করল, পেছনের দিকে ছুটতে লাগল, এরপর আমাদের লকডাউন করে রাখা হয় কিছুক্ষণের জন্য। পরে পরিস্থিতি শান্ত হলে তারা আমাদের বের হতে দেয়। তবে পুলিশ দ্রুত এলাকা ছাড়তে বলে।' 

তিনি আরও বলেন, 'যখন বাইরে আসলাম, পুলিশ সদস্যরা আমাদের পথ দেখিয়ে তাড়াতাড়ি এলাকা ছাড়তে বলছিলেন। আমি দেখলাম কিছু মৃতদেহ যেগুলো ঢাকারও সময় হয়নি। সেখানে অনেক মানুষকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছিল।' ডেভিস জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত মানুষদের ফোন সরিয়ে রেখে এলাকা ছাড়ার নির্দেশ দেয়।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের