রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রেক্ষাপটে বন্দি বিনিময়ের মাধ্যমে আরও একটি মানবিক সমঝোতা সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় দুই দেশ ৩০০-র বেশি বন্দি সেনা বিনিময় করেছে। রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে, সমঝোতার আওতায় ১৫০ রুশ সেনাকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এর বিপরীতে রাশিয়া ১৫০ ইউক্রেনীয় সেনাসহ অন্যান্য বন্দিকে মুক্তি দিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তাদের দেশে ফিরে আসা বন্দিদের মধ্যে সেনা সদস্য, সীমান্ত রক্ষী এবং দুজন বেসামরিক ব্যক্তি রয়েছেন। তিনি বলেন, “আমরা রাশিয়ায় আটক সবাইকে মুক্ত করার চেষ্টা করছি। এটি আমাদের একক লক্ষ্য। আমরা কাউকে ভুলিনি।”
ইউক্রেনের দাবি অনুযায়ী, ২০২২ সালে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৯৫৬ জন ইউক্রেনীয়কে বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্ত করা হয়েছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সদ্য মুক্তি পাওয়া রুশ সেনারা বেলারুশে আছেন। তাঁদেরকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করা হয়েছে।
রাশিয়া ও ইউক্রেন উভয়ই নিশ্চিত করেছে যে সর্বশেষ বন্দি বিনিময়টি সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছে।
সূত্র: এএফপি
রেডিওটুডে নিউজ/আনাম