ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শনিবার (২৮ ডিসেম্বর) জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তার স্বাস্থ্যগত জটিলতা ও আসন্ন প্রস্টেট অস্ত্রোপচারের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে নেতানিয়াহু মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হন। বুধবার তার স্বাস্থ্য পরীক্ষা করার পর এই সংক্রমণ শনাক্ত হয় এবং তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছিল। তবে চিকিৎসকদের পরামর্শে এখন প্রস্টেট অপসারণের অস্ত্রোপচার করা হবে।
নেতানিয়াহুর আগেও বেশ কিছু স্বাস্থ্য সমস্যা ছিল। চলতি বছর মার্চ মাসে তার হার্নিয়া চিকিৎসার জন্য অস্ত্রোপচার করা হয়েছিল। এর আগে ২০২৩ সালে হৃদরোগের কারণে তাকে পেসমেকার স্থাপন করতে হয়েছিল। চিকিৎসকরা তার হার্টের অনিয়ম নিয়ে তাকে সতর্ক করেছিলেন।