ক্রিসমাসের দিন ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার সামাম্বিয়ায় রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার এনদ্রিকের শ্যালক মাওরিসিও নুনেজ গনকালভেসকে (৩৮) গুলি করে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই হত্যাকাণ্ড পরিকল্পিত। খবর বিইনস্পোর্টস
প্রত্যক্ষদর্শীদের মতে, রাস্তার পাশে একটি বারে বন্দুকধারীদের সঙ্গে নুনেজের বাগবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পরেই তাকে উদ্দেশ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়া হয়। শেষ পর্যন্ত তিনি বাঁচতে পারেননি। মাথায় বেশ কয়েকটি গুলি লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নুনেজ ব্রাজিলের মডেল লাভিনিয়ার বড় ভাই। লাভিনিয়া ইনস্টাগ্রামে তার ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে লেখেন, তুমি এমন কিছু স্মৃতি রেখে গেলে যা কোনোদিন ভোলার নয়।
স্থানীয়রা মনে করছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নুনেজের আচরণ থেকে এমন কিছু পাওয়া যায়নি, যা গুলি করে হত্যার কারণ হতে পারে। তারা হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় ব্রাজিলের পুলিশ জানিয়েছে, তারা তদন্ত শুরু করেছে। তবে এখনো হত্যার সঠিক কারণ জানা যায়নি এবং কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
রেডিওটুডে নিউজ/আনাম