রাশিয়ার একটি আদালত মার্কিন নাগরিক ইউগিন জিন স্পেক্টরকে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে। তিনি সর্বোচ্চ নিরাপত্তা পেনাল কলোনিতে তার সাজা ভোগ করবেন। এর পাশাপাশি আদালত তাকে এক লাখ ৪০ হাজার ডলার জরিমানা করেছে।
স্পেক্টর এক সময় রাশিয়ার মেডপলিমারপর্ম গ্রুপের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই কোম্পানি ডিসপোসেবল চিকিৎসা সামগ্রী সরবরাহ করে থাকে।
৫১ বছর বয়সী মার্কিন এই নাগরিকের বিরুদ্ধে মস্কোর রুদ্ধ দ্বার আদালতে বিচার কার্যক্রম পরিচালিত হয়েছে। মামলার বিষয়টি গোপনীয় বলে এই ব্যবস্থা নেয়া হয়। স্পেক্টরের বিরুদ্ধে কারাদণ্ডের রায় এখনো কার্যকর হয়নি; তাতে ধারণা করা হচ্ছে তিনি এর বিরুদ্ধে আপিল করতে পারেন।
গত বছরের আগস্ট মাসে রাশিয়ায় গুপ্তচরবৃত্তির জন্য আদালত তাকে গ্রেফতারের আদেশ দেয়। তার বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা করা হয়েছে তা জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
চলতি বছরের আগস্ট মাসে রাশিয়া এবং আমেরিকার মধ্যে ২৬ জন বন্দী বিনিময় হয় যা ছিল এ যাবৎকালের সবচেয়ে বড় বন্দী বিনিময়ের ঘটনা। তবে সে সময়ও স্পেক্টরকে আমেরিকার হাতে তুলে দেয়নি মস্কো।