শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩০, ২৫ ডিসেম্বর ২০২৪

Google News
কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

কাজাখস্তানে ৬৭ জন যাত্রী ও ক্রু নিয়ে একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। জরুরি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।

আজারবাইজান এয়ারলাইন্সের ফ্লাইট জে২-৮২৪৩ আকতাউ শহরের কাছে জরুরি অবতরণের চেষ্টা করার সময় আগুন ধরে যায়। বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে এটি বিকল্প রুটে আকতাউয়ের দিকে মোড় নেয়।

একটি ভিডিওতে দেখা গেছে, বিমানটি দ্রুত মাটির দিকে নামছিল। অবতরণের চেষ্টা করার সময় একটি বড় আগুনের গোলা সৃষ্টি হয়।

বিমানটি বাকু থেকে বুধবার ভোরে উড়ান শুরু করে এবং স্থানীয় সময় সকাল ৬টা ২৮ মিনিটে দুর্ঘটনার শিকার হয়। বিমানটিতে ৬২ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে বেশিরভাগই আজারবাইজানের নাগরিক। রাশিয়া, কাজাখস্তান ও কিরগিজস্তানের কয়েকজন যাত্রীও ছিলেন।

জীবিত উদ্ধার হওয়া ২৫ জনের মধ্যে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে, জরুরি সেবাকর্মীরা আগুন নেভানোর পাশাপাশি আহতদের ধ্বংসাবশেষ থেকে বের করে আনছেন।

সরকার এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। বিমান নির্মাতা এমব্রায়ের জানিয়েছে, তারা তদন্তে সহায়তা করতে প্রস্তুত।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের